MD Shahidul  Arefin রাজ্যের বিখ্যাত বাক ও শ্রবণ বিশেষজ্ঞ হিসেবে পুরস্কৃত মো: শাহীদুল আরেফিন

0
348

সুপ্রকাশ চক্রবর্তী , কলকাতা:জন্মের পর উপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা বা সময়মতো চিকিৎসা শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই কানে শোনা বা কথা বলার সমস্যার সমাধান সহজেই সম্ভব । সরকারি স্তরেও কানে শোনার বা কথা বলার সমস্যার উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। অথচ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে বলে মনে করেন চিকিৎসকরা আর এ ব্যাপারে বিনামূল্যে দীর্ঘদিন ধরে মানুষকে সচেতন করার কাজ এবং চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে কথা বলা বা কানে শোনার সমস্যার সমাধান করছেন কলকাতার এসএসকেএম হাসপাতালের বাক ও শ্রবণ বিশেষজ্ঞ মো: শাহীদুল আরেফিন । দেখুন ভিডিও

তার এই কাজের জন্য এবং সমাজের প্রতি তার এই অবাধ অবদানের জন্য “মোস্ট রিনাউন্ড অডিওলজিস্ট এন্ড স্পিচ প্যাথলজিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল” সম্মানে ভূষিত করল রেসেল মিডিয়া সংস্থা। কলকাতায় এক অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হয় তার হাতে। এই সম্মান পেয়ে অভিভূত মো: শাহীদুল আরেফিন বলেন, প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যা ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান খুব সহজেই করে তোলা যায়, তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা দরকার এবং এই কাজটি তিনি দীর্ঘদিন ধরে করে চলেছেন । এই পুরস্কার ছাড়াও সম্প্রতি ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং এক্সেলেন্স ইন হেলথ কেয়ার অ্যাওয়ার্ডেও উনি ভূষিত হয়েছেন ।

Previous articleSouth Bengal জলে ভেসে মৃত্যু একজনের, বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, খোলা হল কন্ট্রোল রুম, আসতে পারে আরও বড় বিপর্যয়
Next articleTree planting বনগাঁ মহকুমা টিম্বার মার্চেন্ট এ্যাসোসিয়েশনের বৃক্ষ রোপণ কর্মসূচি: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here