Matua Protest SIR: ঠাকুর নগরে মতুয়াদের প্রতিবাদ মঞ্চ থেকে অনশনকারীদের ‘দিল্লি চলো’ ডাক দিলেন অধীর: দেখুন ভিডিও

0
7
অর্পিতা বনিক, দেশের সময়

ঠাকুর নগর : রাজ্যে ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বিরুদ্ধে আমরণ অনশনে বসেছে রাজ্যসভা সাংসদ মমতাবালা ঠাকুরের মতুয়া অনুগামীরা। ইতিমধ্যেই এই অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন এদাধিক জন।এই আবহেই পূর্ব ঘোষণা মতো গত বুধবার  মতুয়াদের আমরণ অনশনে যোগ দিয়েছেন তৃনমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।

আর এই পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর কাছে সমর্থন চেয়ে দ্বারস্থ হন মতুয়াদের একটি প্রতিনিধি দল। তখনই অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন অধীর। দেখুন ভিডিও

এবার এই অসুস্থ প্রতিবাদী মতুয়াদের দেখতে ঠাকুর নগর ঠাকুরবাড়িতে অনশন মঞ্চে বৃহস্পতিবার উপস্থিত হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দেখুন ভিডিও

এসআইআরের প্রতিবাদ করতে মতুয়াদের দিল্লি যাওয়ার ডাক দিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ। দিল্লির যন্তর-মন্তরে মতুয়াদের অনশনে বসার আহ্বান করলেন তিনি।

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে চলছে আমরণ অনশন কর্মসূচি। এদিন ওই অনশন কর্মসূচি নবম দিনে পড়ল।

তৃণমূল প্রভাবিত মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর জানিয়েছিলেন, “এদিন থেকে আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। আমার কাছে মতুয়ারা সবার আগে। মতুয়ারা আছে বলেই আমি আছি। বিজেপি যদি চায় আমার জীবনের বিনিময়ে মতুয়ারা দেশে থাকতে পারবে, আমি রাজি। আমার জীবন তাহলে স্বার্থক হবে।”

এদিন ঠাকুরবাড়িতে পৌঁছন অধীর চৌধুরী। তখন মঞ্চে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর-সহ অন্যান্য অনশনকারীরা। দু’জনের মধ্যে কথাবার্তাও হয়। পরে অধীর বলেন, “সবার আগে দরকার মতুয়া ঐক্য। ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে মতুয়াদের নাগরিকত্ব রক্ষা করা যায়। সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব। এর আগেও অনেক ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করে সমস্যার সমাধান করা হয়েছে।” তিনি আরও বলেন, “ঠাকুরবাড়িতে আমরণ অনশন করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিগোচর করা যাবে না।” দিল্লির যন্তর-মন্তরে মতুয়াদের অনশনে বসার আহ্বানও জানানো হয়। সেক্ষেত্রে তিনিও তাঁদের সঙ্গে থাকবেন দিল্লিতে।

এ বিষয়ে রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর বলেন, “উনি এখানে এসেছেন, সেজন্য ধন্যবাদ জানাই । দিল্লিতে বসার ব্যাপারে অধীরবাবু যে প্রস্তাব দিয়েছেন, আমরা তা নিয়ে চিন্তাভাবনা করব।”

Previous articleএকদিকে হাসিনার দলের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি, অন্যদিকে দিল্লিতে বিস্ফোরণের জেরে পেট্রাপোল সীমান্তে কড়া নজরদারি সহ SIR-এর প্রভাব, তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি যাত্রীরা : দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here