Manmohan Singh Diedপ্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং,বয়স হয়েছিল ৯২ বছর

0
11

দেশের সময় ওয়েবডেস্কঃ হঠাৎই শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এইমসে। সেখান থেকে তাঁর আর বাড়ি ফেরা হল না।

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার দিল্লির এইমস-এ তাঁকে ভর্তি করা হয়েছিল প্রবল শ্বাসকষ্ট নিয়ে। প্রথমে এমারজেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল বর্ষীয়ান এই রাজনীতিককে। পরে তাঁকে আইসিইউয়ে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না।

৯২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসপাতালের তরফে জানানো হয়, রাত ৯.৫১ নাগাদ প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। 

মনমোহন সিংয়ের হার্টের সমস্যা দীর্ঘদিনের। নরসিংহ রাও জমানায় কেন্দ্রের অর্থমন্ত্রী থাকার সময় প্রথম হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয়েছিল মনমোহনের। তারপর ২০০৩ সালে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয় তাঁকে। তার পরের বছরই প্রথম ইউপিএ সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মনমোহন। ২০০৯ সালে লোকসভা ভোটের আগে ফের অসুস্থ হন মনমোহন। সেই সময়ে এইমস হাসপাতালেই অস্ত্রোপচার হয়েছিল তাঁর।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডঃ মনমোহন সিং।

২০০৪ সালের ৯ মে ও ২০০৯ সালের ২২ মে, পরপর দু’বার প্রধাননমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন তিনি। ১৯৯৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন। বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন।

৩৩ বছর আগে, ১৯৯১ সালে, ডঃ মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোমিত হন। সেই থেকেই তাঁর রাজনৈতিক ইনিংসের শুরু। এর চার মাসের মাথায় বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ পিভি নরসিমা রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন। এরপর তিনি কেমব্রিজে চলে যান এবং অবশেষে অক্সফোর্ড থেকে ডি ফিল অর্জন করেন। ভারতে উদার অর্থনীতির জনক ডঃ মনমোহন সিং।

Previous articleMamata Banerjeeসোমে সন্দেশখালি যাবেন, জেলায় জেলায় হবে শপিং মল, থাকবে সিনেমা হল-ক্যাফেটেরিয়া,বছর শেষের মুহূর্তে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Next articleManmohan Singh মনমোহন সিংকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ,সাত দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করল কেন্দ্র, শনিবার শেষকৃত্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here