Mamata on Eid: দু’বছর পর রেড রোডে ইদের নামাজ পাঠ, সম্প্রীতির বার্তা মমতার

0
549

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টিভেজা সকালেই শহর কলকাতার বুকে হাজির শয়ে শয়ে মানুষ।

দীর্ঘ দুই বছরের অপেক্ষা শেষে রেড রোডে ইদের নামজ পাঠ করলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। খুশির ইদের দিনে মঞ্চে উপস্থিত স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় , মেয়র ফিরহাদ হাকিম-সহ অন্যান্য নেতা-মন্ত্রীরা। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েই মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন মমতা।

বিভেদের রাজনীতিকে হারিয়ে একতারই জয় হবে— ইদের সকালে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রেড রোডের সভায় দাঁড়িয়ে তাঁর বার্তা, ‘‘দেশে যা হচ্ছে তা ঠিক নয়। ‘ডিভাইড অ্যান্ড রুল’ নীতি চলছে। আমরা এর বিরুদ্ধে লড়ব। মাথা নোয়াব না। যারা দেশকে টুকরো করতে চাইছে, তাদের গদিচ্যুত করে শান্তি ফেরানোই আমাদের একমাত্র লক্ষ্য।’’

সভায় উপস্থিত জনতাকে ইদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দেশে ভেদাভেদ চলছে ঠিকই। কিন্তু বাংলা সবার থেকে আলাদা। আমরা সবার বিশ্বাস সব ধর্ম সঙ্গে নিয়ে চলি। এখানে যে যাঁর ধর্মাচরণ নিয়ে শান্তিতে থাকেন। তবে যখন উৎসব হয় তখন গোটা বাংলা তা একসঙ্গে পালন করে।’’

দেশের অন্য রাজ্যের সঙ্গে তুলনা টেনে এর পর মুখ্যমন্ত্রী পরোক্ষে আক্রমণ করেন কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে। নাম না করে বলেন, ‘‘বাংলার মতো ধর্মীয় ঐক্য দেশের আর কোথাও নেই। তাই অনেকেই আমাদের হিংসা করে। আমাদের মধ্যে ভেদাভেদ তৈরির চেষ্টা করে। কিন্তু বাংলা লড়তে জানে। তারা এই ধরনের চেষ্টার কাছে মাথা নোয়াবে না।’’

ইদের শুভেচ্ছা জানাতে গিয়ে রেড রোডের মঞ্চে মমতার মুখে শোনা যায় উর্দু শায়রিও। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই উর্দু ভাষায় ছ’টি বইও লিখে ফেলেছেন। তবে মঙ্গলবার মমতার শায়রিতেও ঘুরে ফিরে আসে শান্তি, একতার বার্তা।

মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি,

‘দেশকে যারা দু’ভাগে ভাঙতে চায়, মানুষের মধ্যে হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। আপনারা সেই প্রার্থনা করবেন সকলে।’ ইদের দিন সকলের উদ্দেশে মমতার বার্তা, হিন্দু-মুসলিম-শিখ-ইশাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে। সকলের জন্য ‘ভাল দিন’ নিয়ে আসবে তৃণমূল সরকার। 

কেন্দ্রের সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বললেন, ‘মিথ্যে ‘আচ্ছে দিন’ নয়। সত্যিকারের ভাল দিন আসবে। কারণ, আমরা ভীতু নই। তৃণমূল সরকার লড়াই করতে জানে।’ বিপদের দিনে যেভাবে প্রশাসনকে সকলে পাশে পেয়েছেন, আগামী দিনেও সেভাবেই সকলের পাশে থাকবে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, ইদের জন্য দু’দিন ছুটিও দিয়েছে রাজ্য সরকার। 

মমতা জানান, ‘‘যত দিন আমি বেঁচে আছি আপনাদের সবার জন্য লড়ব। সে আপনারা হিন্দু হোন, মুসলিম, খ্রিস্টান হন বা শিখ। আমার জীবন আমি ইনসাফ, ইনশান, ইনশানিয়তের জন্য কুরবানি দিতে রাজি, কিন্তু পিঠ ফেরানোর মানুষ নই। আমার উপর বিশ্বাস রাখুন।’’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার শুরু থেকই সংখ্যালঘু ভোট মমতার পক্ষে ছিল। রাজ্যের সংখ্যালঘুদের জন্য বিশ্ববিদ্যালয়, ধর্মীয় আচরণের একাধিক সুবিধাও করে দিয়েছেন মমতা। মঙ্গলবার ইদের সভায় মমতা বললেন, তিনি তাঁর সরকারেও সংখ্যালঘু প্রতিনিধিদের রেখেছেন তাঁদের উপর বিশ্বাস রেখেছেন। কারণ সবাইকে নিয়ে চলায় বিশ্বাস করি।

Previous articleAkshaya Tritiya 2022 : আজ অক্ষয় তৃতীয়া, জানেন এই দিন কেন পালন করা হয়
Next articleLashkar militant in Calcutta High Court: বনগাঁ আদালতে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল, ফের কলকাতা হাইকোর্টে মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ করে নিজেই সওয়াল করলেন লস্কর জঙ্গি নইম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here