Mamata Benerjee Eid বিলেত সফর সেরে এবার খুশির ইদে শামিল মুখ্যমন্ত্রী, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মমতা

0
28

ছ’দিন লন্ডনে কাটিয়ে শনিবার সন্ধেবেলা কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সফর শেষে এবার তিনি শামিল হলেন খুশির ইদে । নিজের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা  জানিয়ে লিখলেন, “ঈদ-উল-ফিতর উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রতি বছরই রেড রোডে ইদের নামাজের সময় উপস্থিত থাকেন মমতা। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে, ফলে দেশটিতে রবিবার পবিত্র ইদ-উল-ফিতর উদযাপিত হবে। শনিবার এক বৈঠকের পর এই ঘোষণা করেছে সৌদি সুপ্রিম কোর্ট। রমজান মাসের সমাপ্তির পর শাওয়ালের চাঁদ দেখার ভিত্তিতেই ইদের দিন নির্ধারিত হয়। সব ঠিক থাকলে আমাদের এখানে সোমবার ইদ।

ইসলাম ধর্মাবলম্বীরা এক মাস রোজা পালনের পর এই বিশেষ উৎসব উদযাপন করেন। সৌদি আরব ঘোষণা করেছে যে, শনিবার সেদেশে শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে। এর ফলে রবিবার, ৩০ মার্চ, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইদ উল ফিতর পালিত হবে।  

https://x.com/MamataOfficial/status/1906341397290176723?t=axthwRczlBXFlIY4BgRVXg&s=19

দুর্গাপুজোর সময় যেমন পুজো উদ্বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত থাকেন, তেমনই ইদ বা বড়দিনের মতো অনুষ্ঠানেও অংশ নেন তিনি। 
ইদের কয়েক দিনের মধ্যেই আবার রামনবমী।

শনিবার, রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, এই দুই ধর্মীয় অনুষ্ঠানের সময় অশান্তির ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে। যদিও সে সব রুখে দিতে মমতার প্রশাসন যে একেবারে তৈরি তাও বুঝিয়ে দেওয়া হয়েছে।

Previous articleHimachal Pradesh Land Slideঝড়ে লণ্ডভণ্ড হিমাচল ,গাছ উপড়ে মৃত অন্তত ৬, আহত একাধিক
Next articleMamata Banerjee at Red Roadরেড রোডে খুশির ইদে মমতা-অভিষেক, ‘কেউ উস্কানি দিলেও ছোঁবেন না, এটা ওদের প্ল্যান’,বার্তা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here