আনন্দে ভাসছে আম্বানি পরিবার। আগামী ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত ও রাধিকা। এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য একান্ত আমন্ত্রণে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে উপিস্থিত থাকতেই বৃহস্পতিবার দুপুরে মুম্বই রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হাজির থাকবেন বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও সেন্টারে।
এদিন কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, ‘মুকেশ আম্বানির ছেলের বিয়ের জন্য আমি মুম্বইয়ে যাচ্ছি। আমাকে বারবার আমন্ত্রণ করেছেন ওঁরা। বাংলার ডাকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে ওরা প্রত্যেকবার আসেন। আমি হয়তো যেতে পারতাম না। কিন্তু, নীতাজি, মুকেশ বারবার আমন্ত্রণ করেছেন। সেই কারণেই যাচ্ছি।’
পাশাপাশি শুক্রবার তিনি উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান। সেখানে রাজনীতি নিয়ে কথা হবে। পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে এই দুই নেতার সঙ্গে তাঁর দেখা হয়নি। সার্বিকভাবে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অখিলেশ যাদবের সঙ্গেও তাঁর সাক্ষাৎ সম্ভাবনা রয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ তারিখ বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে ১৩ তারিখ বাংলায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুকেশ আম্বানি বাংলায় বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। গত বছর নভেম্বর মাসে রাজ্য সরকারের আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানি। বাংলায় লগ্নির আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি আগামী তিন বছরে বাংলায় রিলায়্যান্স গোষ্ঠী আরও ২০ হাজার টাকা বিনিয়োগ করতে চলেছে, এই ঘোষণাও করেন শিল্পপতি।
মুকেশ আম্বানি বলেছিলেন, ‘রাজ্যে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রিলায়্যান্স গোষ্ঠী। আগামী তিন বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হতে চলেছে।’ শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রকে আরও উন্নত করার লক্ষ্যে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছিলেন মুকেশ আম্বানি। পাশাপাশি জিওকে আরও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছ দেওয়ার জন্য বদ্ধপরিকর তাঁরা, জানিয়েছিলেন রিলায়্যান্স কর্ণধার। অন্যদিকে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, ‘শিল্পের জন্য আদর্শ পরিবেশ রয়েছে বাংলায়।’
উল্লেখ্য, ছোট ছেলের বিয়েতে জমাটি আসর বসাচ্ছেন আম্বানিরা। ৮৩ কোটি টাকার বিনিময়ে অনন্তের সঙ্গিত অনুষ্ঠানে আধঘণ্টা গান গেয়েছেন পপ তারকা জাস্টিন বিবার। পাশাপাশি প্রায় অর্ধেকের বেশি বলিউডকে দেখা যাচ্ছে আম্বানিদের অনুষ্ঠানে। এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টকে বিয়ে করতে চলেছেন অনন্ত আম্বানি। কয়েক মাস আগে গুজরাটের জামনগরে একটি জমাটি উৎসবের আয়োজন করা হয় তাঁদের বিয়ে উপলক্ষ্যে।
এদিন যাওয়ার আগে যেমন সফরের কর্মসূচি জানালেন, তেমন ক্ষোভ প্রকাশ করলেন বিস্তর। বিশেষ-বিশেষ সংবাদ মাধ্যমকে এ্কহাত নিয়ে দিলেন সতর্কবার্তা। সাফ জানালেন, ‘আবেদন জানাচ্ছি। আবেদনে কাজ না হলে আইনের পথ দেখব। সরি, এটা বলতে বাধ্য হলাম।‘ নির্বাচনকে সামনে রেখে ওই বিশেষ সংবাদমাধ্যমগুলির পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করেন ।
গণপিটুনিসহ একগুচ্ছ ঘটনায় পরপর নিশানায় মমতার দল। নাম জড়াচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের। নাম উল্লেখ না করেই এদিন আড়িয়াদহ-কাণ্ড নিয়ে মুখ খোলেন দলের সুপ্রিমো।
একইসঙ্গে ক্ষুব্ধ মমতা সতর্ক করলেন সংবাদমাধ্যমগুলিকে। বললেন, বিজেপির কথায় কিছু সংবাদ মাধ্যম ক্রমাগত ভুল সংবাদ দেখাচ্ছে জনসাধারণকে। তিনি বলেন, ‘অথচ তখন অর্জুন সিং সাংসদ ছিলেন সেখানকার। যারা করেছিল তারা গ্রেপ্তার হয়ে এখনও জেলে।‘ নির্বাচনের সমগ্র ঘটনাকে এড়িয়ে কেবল বিশেষ সংবাদ বেছে বারবার প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। সঙ্গেই মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিলেন, তাঁর জমানায় অপরাধ করলে, করলে রেয়াত নয় কাউকেই। বলেন, ‘কিছু সংবাদমাধ্যম বাড়াবাড়ি করে উত্তেজনা ছড়াচ্ছে, প্ররোচনা মূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে, ভুল বোঝাচ্ছে। তাদের ‘মোদী-মিডিয়া’ কটাক্ষও করেন এদিন।
শুধু ক্ষোভ প্রকাশ নয়, সংবাদমাধ্যমগুলিকে পরামর্শ দিলেন, কিছু সত্য জানার থাকলে নবান্ন বা পুলিশের কাছে ‘ক্রসচেক’ করে নেওয়া হোক। পুলিশের দেওয়া তথ্য না শুনে একতরফা সংবাদ পরিবেশন হচ্ছে বলে অভিযোগ করে বলেন, ‘একতরফা খবর পরিবেশন হচ্ছে, কারণ, তা না হলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স-ইডি-সিবিআই রেড করবে। এটা দীর্ঘদিন চলতে পারেন না। একেবারে শেষে বলেন, ‘আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আবেদনে কাজ না হলে আইনের পথ দেখব। সরি, বলতে বাধ্য হলাম।‘