দেশের সময়: টানা চতুর্থবারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন আওয়ামী লীগের চেয়ারপার্সন শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচনে ২২৩ টি আসনে জিতেছে আওয়ামী লীগ। এই সঙ্গে টানা ৮বার সংসদ সদস্য হিসাবে জিতেছেন শেখ হাসিনা। এই জয়ের জন্য এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার, গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে কপিল মুনির আশ্রমে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য এবং শেখ হাসিনার জন্য আমার অভিনন্দন রইল। তাঁর দলের এবং পরিবারের প্রতিও আমার অভিনন্দন রইল।’ ঈশ্বর যেন তাঁদের আশীর্বাদ করেন সেই কামনাও করেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘ দিনের সুসম্পর্ক। আগেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আম এবং অন্যান্য উপহারও পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁকেও পালটা উপহার পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারত, চিন, রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা। সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করেন ভারত, রাশিয়া, চিন, ভুটান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
তিনি নির্বাচনে জয়লাভ করায় শেখ হাসিনাকে ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শেখ হাসিনা সরকারের নতুন মেয়াদে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারত্বের সম্পর্ক আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা।
এদিনই বাংলাদেশের প্রধানমন্ত্রী জানান তিনি সব সময় ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চান। দুই দেশের মধ্যে কোনও বিষয়ে সমস্যা দেখা দিলে দ্বিপাক্ষিক আলোচনায় তা মিটিয়ে নেওয়া হয় বলেও তিনি জানান। শেখ হাসিনা জানান, তাঁর এই জয় বাংলাদেশের মানুষের এবং গণতন্ত্রের জয়।
এবার তাঁর লক্ষ্য বাংলাদেশে অর্থনৈতিকভাবে উন্নত করা এবং সেখানের বাসিন্দাদের জীবনযাত্রা মান আরও উন্নত করা। তিনি জানিয়েছে, বাংলাদেশের মানুষই তাঁর পরিবার। তাই সবার উন্নতির জন্য মায়ের মমতায় সরকার এবং প্রশাসন চালান তিনি।