Mamata Banerjee ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0
10

প্রায় ৭০০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজের উপহারের ডালি নিয়ে মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ তারিখ মুর্শিদাবাদ জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রায় ৪৭৪ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি প্রায় ২২৯ কোটি টাকা ব্যয়ে আরও প্রায় ৭৪টি প্রকল্পের শিলান্যাস করবেন। 

মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের অনুমোদন চেয়ে ইতিমধ্যে বিস্তারিত তালিকা মুখ্যমন্ত্রীর দপ্তরে জেলা প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৫ মে রাতে ট্রেনে করে এসে বহরমপুরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেদিন বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করে পরের দিন সকালে সড়ক পথে পৌঁছে যাবেন সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পুরসভা এলাকার কয়েকটি ওয়ার্ডে এবং গ্রামে। সেখানে সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানদারদের সঙ্গে কথা বলে তাদের হাতে সরকারি ক্ষতিপূরণ তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। 

সামশেরগঞ্জের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী সড়কপথে যাবেন সুতির ছাবঘাটি ময়দানে। সেখান থেকে প্রায় ৭০৩ কোটি টাকা ব্যয়ে তিনি মুর্শিদাবাদ জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। 

জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফরের দিন সুতির ছাবঘাটি ময়দানে প্রশাসনিক জনসভা থেকে ৪৭৪ কোটি টাকা ব্যয়ে ৯৩টি প্রকল্পের উদ্বোধন করবেন। 

মুখ্যমন্ত্রীর হাত ধরে মুর্শিদাবাদ জেলায় একাধিক সংস্কার হওয়া রাস্তার উদ্বোধন হবে। তেমনই একাধিক নতুন সরকারি ভবন, হস্টেল, স্বাস্থ্যকেন্দ্রেরও উদ্বোধন হবে। 

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী খড়গ্রাম ব্লকের শেরপুর–বিষ্ণুপুর পর্যন্ত ১১.৭২ কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া নতুন রাস্তার উদ্বোধন করবেন। ১১.২৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও চওড়া হওয়া কুলি–মোড়গ্রাম নতুন রাস্তারও উদ্বোধন করবেন তিনি।

 এছাড়াও সামশেরগঞ্জ ব্লক এবং ধুলিয়ান পুরসভার কয়েকটি ওয়ার্ডে গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় রাস্তা নির্মাণ, সংস্কার, নদী পাড় বাঁধাই এবং ভাঙন প্রতিরোধের কাজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত প্রকল্পগুলোর জন্য রাজ্য সরকার প্রায় ৬৯.৪৭ কোটি টাকা বরাদ্দ করেছে।

এছাড়াও নবগ্রাম, সাগরদিঘি, ফরাক্কায় ছাত্রছাত্রীদের জন্য হস্টেল নির্মাণ, ডোমকল, বেলডাঙা, নওদা, ধুলিয়ান, খড়গ্রাম, সাগরদিঘিতে ‘‌হেলথ এন্ড ওয়েলনেস সেন্টারে’‌র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ১১.৭৮ কোটি টাকা ব্যয়ে সামশেরগঞ্জের অনুপনগরে ১০০ শয্যার বিড়ি শ্রমিকদের হাসপাতাল, কান্দি মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে নতুন ১০০ শয্যার ‘‌এমারজেন্সি’‌ এবং ‘‌ইন্ডোর বিল্ডিং’‌ এবং ৩০ শয্যা বিশিষ্ট ফরাক্কা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনও মুখ্যমন্ত্রীর কর্মসূচির তালিকায় রয়েছে।

সুতির ছাবঘাটি ময়দানে প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী ২২৯ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭৪টি প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য ডোমকল, বেলডাঙা, জলঙ্গিতে সৌরচালিত টিউবওয়েল, বহরমপুর পুরসভা এলাকায় সাতটি ‘‌ড্রেনেজ ক্যানেল’‌ নতুন করে নির্মাণ, সুতি–১, সাগরদিঘি, মুর্শিদাবাদ–জিয়াগঞ্জ, বহরমপুর ব্লকে নতুন রাস্তা তৈরি সহ ভগবানগোলা–১, বড়ঞা, বেলডাঙা, ডোমকল সহ আরও কয়েকটি ব্লকে নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য ভবন নির্মাণের কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্পের কাজের উদ্বোধন বা শিলান্যাস করবেন সেগুলো সম্পূর্ণভাবে শেষ হলে জেলার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন বলে জেলা প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে।

Previous articlepahalgam tourist attack: চেন্নাই থেকে বিমানে শ্রীলঙ্কা পৌঁছেছে পহেলগাঁও হামলার জঙ্গিরা? বিমানবন্দরে ‘ফ্লাইট’ নামতেই যাত্রীদের জিজ্ঞাসাবাদ, তারপরই জানা গেল…
Next articleArt Exhibition জীবনের ছন্দে এগিয়ে চলার আর এক নাম প্রবাহ: দেখুন ভিডিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here