দেশের সময়, কলকাতা: হেলিকপ্টার বিভ্রাটে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা থেকে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা এসএসকেএম হাসপাতালে চলে যান মুখ্যমন্ত্রী। বিকেল পাঁচটা সাত মিনিটে উডবার্ন ওয়ার্ডে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সন্ধে সাড়ে সাতটা নাগাদ এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান (Mamata Banerjee medical report)।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুর লিগামেন্টে চোট লেগেছে। চোট রয়েছে তাঁর বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টেও।
তিনি আরও জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে হাসপাতালে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে মমতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবেন। তবে হাসপাতালে থেকে নয়, মুখ্যমন্ত্রী সবটা বাড়িতে থেকেই করবেন। এমনটাই জানিয়েছেন মণিময়। মুখ্যমন্ত্রীকে হাঁটুতে পরার নিক্যাপ দেওয়া হয়েছে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তাঁর থেরাপি করা হয়েছে। নিয়ন্ত্রিত হাঁটাচলার পরামর্শ দেওয়া হয়েছে।
সেবক এয়ারবেসে জরুরি অবতরণের পর ১ ঘণ্টা সেখানেই ছিলেন মুখ্যমন্ত্রী। পরে বাগডোগরার উদ্দেশে রওনা হন। সেই সময় চা খান, সবার সঙ্গে কথাও বলেন। বিবৃতি প্রকাশ করল আর্মির ইস্টার্ন কমান্ড।
এদিন চিকিৎসার পর বাড়ি ফিরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেঁটে হাসপাতালে প্রবেশ করলেও বেরনোর সময় হুইল চেয়ারে দেখা যায় তাঁকে। তাঁর জন্য একটি আলাদা গাড়ি নিয়ে আসা হয় হাসপাতালে। উঁচু গাড়িতে উঠতে অসুবিধা হবে বলে তার জন্য আসে একটি নীচু গাড়ি। দেখা যায়, বেশ কষ্ট করে গাড়িতে উঠছেন মুখ্যমন্ত্রী। গাড়ির ব্যাকসিটে রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷