Mamata Banerjee On Karnataka Election:বিজেপির শেষের শুরু, কর্ণাটকের বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ মুখ্যমন্ত্রীর

0
655

দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস৷ বিপুল সেই জয় নিয়ে এ বার মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লোকসভা ভোটের ভবিষ্যৎ জানিয়ে দিলেন। তাঁর দাবি, “চব্বিশের নির্বাচনে একশও পার করতে পারবে না বিজেপি”।

এদিন বিকেলে দিদির সঙ্গে দেখা করতে কালীঘাটে গিয়েছিলেন বলিউডের ভাই! তিনি সলমন খান। সলমন বেরিয়ে যাওয়ার পর কর্নাটক নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা। তিনি বলেন, “লিখে রাখুন, শেষের শুরু হয়ে গেল। বিজেপি এই যে হারতে শুরু করল, আর জিতবে না”।

লোকসভা ভোটে বিজেপি ক্ষমতাচ্যূত হবে বলে আগেও দাবি করেছিলেন মমতা। তিনি বলেছিলেন, “আমি জ্যোতিষী নই। তবে কেমন যেন বুঝতে পারছি বিজেপি হারবে”। শনিবার মমতার কথায়, ‘কেমন যেন’ গোছের শব্দ ছিল না। বরং প্রগাঢ় আত্মবিশ্বাসের সঙ্গেই কথাগুলো বলেছেন তিনি।

পর্যবেক্ষকদের অনেকের মতে, লোকসভা ভোটে কী ফলাফল হবে তা এখন থেকে বলা মুশকিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেটা করতে চেয়েছেন তা হল, বিজেপির এই গোহারা হারকে সামনে রেখে বাংলায় তাদের মনোবল ভেঙে দিতে চেয়েছেন। বাংলার মানুষকেও বোঝাতে চেয়েছেন, বিজেপি আর জিতবে না। অমিত শাহরা যেমন বাংলায় এসে দাবি করেন, দিল্লিতে তাঁরাই ক্ষমতায় থাকবেন, এ হল তারই পাল্টা।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শুধু বলার জন্য বলেননি। তিনি রাজ্যওয়াড়ি একটা হিসাবও দিতে চেয়েছেন। মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থান, বিহার, মহারাষ্ট্রে যে বিজেপি হারবে তা প্রত্যয়ের সঙ্গে বলেছেন। সেই সঙ্গে বলেছেন, ওদের ভরসা একমাত্র উত্তরপ্রদেশ। সেখানে অখিলেশের হাত শক্ত করতে তিনিও এবার লখনউ যাবেন।

সংবাদমাধ্যমে এই সাউন্ড বাইট দেওয়ার আগে কর্নাটকের ফলাফল নিয়ে ট্যুইটও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে তিনি লিখেছিলেন , “কর্নাটকে মানুষকে এই জয়ের জন্য অভিবাদন। তাঁরা পরিবর্তনের পক্ষে স্পষ্ট জনাদেশ দিয়েছেন। নির্লজ্জ স্বৈরাচার ও সংখ্যাগুরুবাদের রাজনীতি পর্যুদস্ত হয়েছে”। তাঁর কথায়, “যখন মানুষ ঠিক করে নেয় যে বহুত্ববাদ ও গণতান্ত্রিক শক্তিকে জেতাতে হবে, তখন কোনও কেন্দ্রীয় নকশা সেই স্বতঃস্ফূর্ত অবস্থানকে দমাতে পারে না। সেটাই এই গল্পের নীতিপাঠ। সেটাই আগামী দিনের জন্য শিক্ষা”।

এদিন তিনি আরও বলেন, ‘আমি ইতিমধ্যে ফেসবুক, ট্যুইটারে আমার মত প্রকাশ করেছি৷ এই যে ঔদ্ধত্য, এ তার পরাজয়৷ অহঙ্কার, দুর্বিসহ ব্যবহার ও এজেন্সির পলিটিক্সের বিরুদ্ধে সাধারণ মানুষ রায় দিয়েছেন৷ এটা আসলে ‘নো ভোট টু বিজেপি’ হয়েছে৷ এটাই বিজেপির শেষের শুরু৷ এর পর মধ্যপত্রদেশ, ছত্তীসগঢ় আছে, সেখানেও বিজেপির পরাজয় নিশ্চিত৷ ফলে ২০২৪ সালের নির্বাচনে বিজেপির জয়ের কোনও আশা নেই৷ ২০২৪-এর শেষের শুরু এটাই৷’

পাশাপাশি তিনি এজেন্সি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি মণিপুর কন্ট্রোল করতে পারছে না৷ যদি আমি এই ভাবে বলি, আমার বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেবে৷ আমিও সেই লড়াই করব৷ আমি মনে করি, মানুষ এটা মেনে নেবে না৷ বেঙ্গল যে পথ দেখিয়েছে, মানুষ যে রায় দিয়েছে, তাতে ইমেজ বলে কিছুই হয় না৷ গানের সুর না থাকলে সেজেগুজে গান গাইলে তো হয় না৷’’

Previous articleSalman Khan: ভাইজানকে উত্তরীয় পরিয়ে বাড়িতে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী ,১৩ বছর পর সলমন পা রাখলেন কলকাতায়
Next articleDesher Samay e paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here