Mamata Banerjee in Darjeeling ‘ডার্লিং‌-চার্মিং’, দার্জিলিং চিড়িয়াখানার দুই স্নো লেপার্ডের নাম রাখলেন মমতা , নামকরণ হল পান্ডা শাবকদেরও

0
85


দেশের সময় উত্তরবঙ্গ : বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দার্জিলিং চিড়িয়াখানার সদ্যোজাত দুই তুষার চিতা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম রেখেছেন চার্মিং, ডার্লিং। আদুরে মুখ, কুত কুতে চোখ, ছোট্ট কান, পুচকে থাবা। এমন দুই স্নো লেপার্ড শাবকের এমন মিষ্টি নামে খুশি পদ্মজা নাইডু হিমালয়ান জ়ুলজিকাল পার্কের আধিকারিক থেকে কর্মীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ও জানান, দু’জনকে খুব মিষ্টি দেখতে হওয়ায় এই নাম রেখেছেন। পাশাপাশি তিনি নাম রাখেন চার রেড পান্ডা শাবকেরও। নাম দেন পাহাড়িয়া, হিলি, ভিক্ট্রি আর ড্রিম। পার্কের কী পরিস্থিতি, নতুন কী কাজ হচ্ছে, কোথাও সমস্যা রয়েছে কি না সেই সব বিষয় নিয়েও এ দিন খোঁজ করেন মুখ্যমন্ত্রী।

সরকারি কর্মসূচিতে দার্জিলিংয়ে  রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তাঁর। পাহাড়ে গেলেই সকালে হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী। সেই রুটিন মেনেই এদিন পাহাড়ি পথে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রিচমণ্ড হিল থেকে নেমে সরাসরি হিলকার্ট রোড ধরে যাওয়ার পথে দার্জিলিং চিড়িয়াখানার সামনে আসেন তিনি।

সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দার্জিলিং পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের  ডিরেক্টর বাসবরাজ। কয়েকদিন আগে তাঁদেরই ব্রিডিং সেন্টারে জন্ম নেওয়া দুটি তুষার চিতা ও রেড পান্ডার নামকরণ করার অনুরোধ জানান। তাঁর অনুরোধেই দুটি তুষার চিতা ও চারটি রেড পান্ডার নাম রাখেন মুখ্যমন্ত্রী। 

জুলাই মাসের শেষের দিকে রেডপান্ডা নিক্কি এবং প্রসন্নের চার শাবকের জন্ম হয়েছে। পাশাপাশি একই সময়ে তুষার চিতা রাহানার দুই শাবকের জন্ম হয়। তারপর থেকে মায়েদের সঙ্গেই রাখা হয়েছে ওই শাবকদের। ২৪ ঘণ্টাই তাদের দেখাশোনা করছেন চিড়িয়াখানার কর্মীরা। সজাগ রয়েছেন চিকিৎসকরাও। জুলাই মাসে নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে এই চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯। অন্যদিকে, তুষার চিতার সংখ্যা বেড়ে ১১ হল। আগে ৯টি তুষার চিতা ছিল দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিকাল পার্কে। 

রাজ্য জ়ু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরীর বক্তব্য, ‘ম্যাডাম চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলেন। নতুন শাবকদের কথা শুনে তিনি খুব খুশি হন। ম্যাডামকে অনুরোধ করা হলে উনি তুষার চিতা এবং রেড পান্ডা শাবকদের নাম রাখেন।’

Previous articleBhatpara আকাশ-ভিকির পর এবার অশোক! ভাটপাড়ার তৃণমূল নেতা খুনে পুরনো শত্রুতা দেখছে পুলিশ দেখুন ভিডিও
Next articleJyotipriya Mallick হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয়, জানতই না ইডি! আদালতে জানতে পেরে অসন্তোষ প্রকাশ কেন্দ্রীয় সংস্থার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here