Mamata Banerjee-Furfura Sharif: সোমে ফুরফুরা শরিফে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
14

দেশের সময় , কলকাতা : আগামী সোমবার অর্থাৎ ১৭ই মার্চ ফুরফুরায় যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। প্রায় কুড়ি মিনিট বৈঠক করেন ফুরফুরা শরিফের এই পীরজাদার সঙ্গে।

জানা গিয়েছে,তৃণমূল ক্ষমতায় আসার পর এই নিয়ে তিনবার ফুরফুরায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে, মুখ্যমন্ত্রী যাবেন বলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে ফুরফুরা শরিফকে। পুরো প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা উপস্থিত হয়েছেন ফুরফুরা শরিফে।

সূত্রের খবর, সরকারি উদ্দ্যোগে আয়োজন করা হচ্ছে ইফতার। সেইখানেই যোগ দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করতে পারেন ত্বহা সিদ্দিকির সঙ্গেও।

বস্তুত, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রথম ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী আসেন তারপর  ২০১২ সালে। এরপর ২০১৬ সালে তিনি সেখানে যান। তারপর ২০২৬-এর ভোটের আগে ২০২৫-এর ১৭ ই মার্চ ফুরফুরায় যাবেন মুখ্যমন্ত্রী। ওই দিন মুখ্যমন্ত্রী ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে একান্তে সাক্ষাৎ করবেন বলেও জানা গিয়েছে।

Previous articlePrimary Recruitment:মর্গে দেহ ,বাড়িতে এল চাকরির চিঠি !বনগাঁর গোবড়াপুরে সাধু পরিবারে শোকের ছায়া
Next articleHanging Body Recovered:  গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার , গোপালনগরের অম্বিকাপুরে চাঞ্চল্য ছড়িয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here