Mamata Banerjee: সোমে ৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা , একাধিক কর্মসূচি সেরে বৃহস্পতিবারই কলকাতা ফিরছেন

0
446

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, আগমীকাল, সোমবার থেকে বৃহস্পতিবারবার– এই চার দিনের উত্তরবঙ্গ সফরে একাধিক কর্মসূচি নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, আগামীকাল, ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টের বিমানে শিলিগুড়ি পৌঁছবেন তিনি। কলকাতায় ফিরবেন ১৭ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই ইতিমধ্যেই কড়া প্রস্তুতি নেওয়া হয়েছে শিলিগুড়ি এবং কোচবিহারে। জলপাইগুড়ির ধূপগুড়ি ফুটবল ময়দানেও হেলিপ্যাড তৈরি করা হয়েছে একটি।

নবান্ন জানিয়েছে, শিলিগুড়ি পৌঁছনোর পরে উত্তরকন্যায় যাওয়ার সময়ে রাজবংশী নেতা পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদান করবেন মমতা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাশে এই কাজটি সেরে উত্তরকন্যা যাবেন তিনি।

পরের দিন, ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়ি থেকে কপ্টারে কোচবিহারে যাবেন তিনি। সেখানেই সার্কিট হাউসে রাত্রে থাকার কথা তাঁর। এর পর ১৬ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার কোচবিহারে বীর চিলা রায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই সময়ে মাঝে ধূপগুড়িতে নামতেও পারেন মমতা। সে জন্যই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড।

তার পর সেখান থেকেই ওই দিনই ফিরে আসবেন শিলিগুড়ির উত্তরকন্যায়। পরের দিন, বৃহস্পতিবার ফিরে আসবেন কলকাতায়।

Previous articleহাবরায় গানের আসরেই তরুণীর মাথায় ভেঙে পড়ল আস্ত নারকেল গাছ! মৃত্যু মহিলা সঙ্গীত শিল্পীর
Next articleHappy Valentine’s Day 2022: হ্যাপি ভ্যালেন্টাইনস ডে! আপনার প্রিয়জনকে ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here