দেশের সময় ওয়েবডেস্কঃ অর্পিতা মুখোপাধ্যায়ের টাকার সঙ্গে যে ভাবে তাঁর ছবি জুড়ে দিয়ে প্রচার চালাচ্ছে বিরোধীরা তা নিয়ে সোমবার নজরুল মঞ্চ থেকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন বঙ্গবিভূষণ প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, একজন মহিলার বাড়ি থেকে কিছু টাকা উদ্ধার হয়েছে। আমি চাই সময় বেঁধে সত্যিটা বের করা হোক। যদি দোষী হয় তাহলে তাদের যাবৎজ্জীবন করাদণ্ড দিক। কিন্তু আমি দেখলাম, যে টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে আমার ছবি দিয়ে প্রচার করছে সিপিএম, বিজেপি। আমি যদি রাজনীতি না করতাম তাহলে জিভটা টেনে ছিঁড়ে দিতাম।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি একটা পুজোয় গেছি। তারা আমায় ডেকেছিল। সেখানে কে আছে আমি জানি? পরে শুনলাম পার্থর বন্ধু। কে কার বন্ধু আমার পক্ষে জানা সম্ভব? আমি কারও পয়সায় খাই না। যখন রেলমন্ত্রী ছিলাম, তখন নিজের পয়সায় চা খেতাম। এখনও সার্কিট হাউসে গেলে নিজের পয়সায় থাকি, খাই।
এক লাখ টাকা সাংসদের পেনশন পাই। বিধায়ক বা মুখ্যমন্ত্রী হিসেবে দু’লক্ষ টাকা পাই। অর্থাৎ মোট তিন লক্ষ টাকা। কিন্তু ১১ বছরে একটা টাকাও নিইনি। তিনি বলেন, ‘আমি বই লিখি। গানের সুর দিই। তার থেকেও রয়্যালটি পাই। ১২০টা বই বেরিয়েছে আমার।
অর্পিতার বাড়িতে টাকা পাওয়ার বিষয়টি নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, আমি ভাবতেও পারি না। সেইসঙ্গে তাঁর রাজনৈতিক দর্শনের কথাও এদিন তুলে ধরেন মমতা। তাঁর কথায়, সারা জীবন রাজনীতি করেছি ভোগ করার জন্য নয়। ত্যাগের জন্যই রাজনীতি করেছি।
এরপরেই মমতা বলেন, সব স্কুলে সব স্টুডেন্ট একরকম হয়? পার্থক্য থাকে না? পার্থক্য না থাকলে তো আম ও আমড়া এক গাছে হতো। আমি অন্যায়কে সাপোর্ট করি না। দুর্নীতি আমার নেশাও নয় পেশাও নয়।
পর্যবেক্ষকদের মতে, প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় রাজনীতি করছেন। এই দীর্ঘ সময়ে তাঁর ব্যক্তিগত সততা নিয়ে কেউ অভিযোগ তুলতে পারবেন না। কিন্তু অর্পিতা কাণ্ডের পর যখন বিরোধীরা তাঁর ইমেজকে কালিমালিপ্ত করতে চাইছে তখন কার্যত গর্জে উঠলেন মমতা।
শিল্পমন্ত্রী তথা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি হানা নিয়ে চারদিনের মাথায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার বিকেলে রাজ্য সরকারের তরফে সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেউ যদি জেনেশুনে অপরাধ করে থাকেন, তাহলে তাঁর যাবজ্জীবন সাজা হলেও আমার আপত্তি নেই। কিন্তু বাচ্চা জন্মানোর আগেই অন্নপ্রাশনের তারিখ ঠিক হয়ে যাচ্ছে।
এরপরই পার্থর বাড়িতে ইডি হানা এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধারের প্রসঙ্গে মমতা বলেন, তদন্ত সবে শুরু হয়েছে। এটা ট্র্যাপও হতে পারে। এরপরই মমতা সাফ জানান, তদন্তে দল ও সরকার কোনভাবেই হস্তক্ষেপ করবেন না।
এছাড়াও এদিনের মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ‘আমার রাজ্যে এসএসকেএম সারা দেশের মধ্যে এক নম্বর। বলে কিনা এইমসে নিয়ে যেতে হবে, ইএসআইতে নিয়ে যেতে হবে কম্যান্ড হাসাপাতালে নিয়ে যেতে হবে?’ এরপরই তিনি যোগ করেন, ‘২১ জুলাই এতবড় অনুষ্ঠান করলাম আর ২২ জুলাই ভোরবেলায় কেন সময় বেছে নেওয়া হল?