Mamata Banerjee: মোদীর সভার ঠিক আগে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানোর ঘোষণা মমতার

0
157


দেশের সময়  ওয়েবডেস্ক: মঙ্গলবার রাতেই ফেসবুকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বুধবার সকাল ১০ টা বেজে কয়েক মিনিট হয়েছে। দেশের মধ্যে প্রথম কলকাতায় গঙ্গার নীচে মেট্রো উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে ঘড়ির কাটায় ঠিক ১০ টায় ফেসবুকে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী,  ৪৯ সেকেন্ডের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় আশাকর্মী, আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন তিনি। 

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আশা কর্মীদের বেতন ৭৫০ চাকা বাড়ানো হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা এতদিন ৮,২৫০ টাকা করে পেতেন। তাঁদের বেতনও ৭৫০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

পাশাপাশি দীর্ঘদিন বেতন বাড়েনি আইসিডিএস কর্মীদেরও। আইসিডিএস কর্মীরা এতদিন ৬,০০০ টাকা করে পেতেন। তাঁদের ৫০০ টাকা করে বেতন বাড়ানোর ঘোষণা করলেন মমতা। এপ্রিল মাস থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বলেন, “বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট। আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল।আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভাল থাকলেই, আমার ভাল থাকা।”

স্বভাবতই ভোটের আগে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করবেন, তা নিয়ে অপার কৌতূহল তৈরি হয়েছিল। তবে মহিলাদের জন্য মমতা বিশেষ ঘোষণা করতে পারেন, এমনটা অনুমান করেছিলেন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃত্বের অনেকেই। 

সন্দেশখালির মহিলাদের সঙ্গে কয়েক ঘণ্টা বাদেই বারাসতের জনসভায় কথা বলবেন নরেন্দ্র মোদী। রাজ্যের মহিলাদের ‘বঞ্চনা’-কে ইস্যু করে মোদীর সরব হওয়ার আগেই বিশেষ ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। সংক্ষিপ্ত ভিডিয়ো বার্তায় আশা, আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাঁদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন তিনি।

রাজ্য বাজেটে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কোনও ঘোষণা করা হয়নি।

কিন্তু সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগেই তাঁদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী।

Previous articlePM Narendra Modi: দেশে প্রথম কলকাতায় গঙ্গার নীচে চালু হয়ে গেল মেট্রো, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , ইতিহাসে নাম লেখাল মহানগরী
Next articleSupreme Court: শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতেই হবে ,শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here