মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ’দিনের লন্ডন সফর শেষ হল শুক্রবার। দেশে ফেরার জন্য লন্ডন থেকে রওনা দিলেন তিনি। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টায় (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) হিথরো বিমানবন্দর থেকে উড়ল মুখ্যমন্ত্রীর উড়ান।
গত শনিবার সন্ধেয় লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । বিমানের সময়ে বিশেষ পরিবর্তন না হলে আটদিনের ব্যবধানে শনিবার সন্ধেতেই দুবাই হয়ে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতীয় সময় শনিবার সকালে সপার্ষদ মুখ্যমন্ত্রী রয়েছেন দুবাই বিমানবন্দরে। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টায় (ভারতীয় সময় শনিবার ভোর সাড়ে ৩টে) হিথরো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন। সেখানে কয়েক ঘণ্টা অপেক্ষার পর শনিবার ভারতীয় সময় দুপুরে দুবাই থেকে কলকাতাগামী বিমান ধরবেন মমতা।
ফেরার আগে লন্ডন থেকে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি, নবজাগরণের সুরে বাজে আগমনী, উন্নয়নের আলো মেঘে ঢাকবে না, মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না’
একই সঙ্গে টুইটে মুখ্যমন্ত্রী নিজের জীবনের লড়াই সংগ্রামের কথাও তুলে ধরেছেন। লিখেছেন, ছোটবেলায় বাবাকে হারানোর সময় থেকেই আমার জীবনের সংগ্রামের শুরু। কখনও লড়াইয়ের রাস্তা থেকে সরে আসিনি, আসবও না।
https://x.com/MamataOfficial/status/1905624061838864693?t=15_CPBJ_QbR5BSxfRywO7A&s=19
গত বৃহস্পতিবার অক্সফোর্ডের কেলগ কলেজে ব্কতৃতা দেওয়ার সময় কতিপয় শ্রোতার বিক্ষোভের মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এক মূহূর্তের জন্যও মেজাজ না হারিয়ে ধৈর্য্য ধরে পরিস্থিতির সামাল দিয়েছিলেন।
বিদ্রুপের সুরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ইউ হ্যাভ লস্ট ইয়োরসেলফ, ইউ হ্যাভ লস্ট ইয়োরস ক্রেডেনশিয়াল, বাট মাই ক্রেডেনশিয়াল ইজ ওনলি অল অফ ইউ!’ অর্থাৎ আপনি আপনার যোগ্যতা হারিয়েছেন, কিন্তু আমার যোগ্যতা রয়েছে মানুষের সঙ্গে আছি বলে!
মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে লড়াইয়ের মানসিকতার সামনে একসময় থামতে বাধ্য হয়েছিল বিশৃঙ্খলাকারীরা। হুঁশিয়ারির সুরে মমতা এও বলেছিলেন, বাংলার কুৎসা বরদাস্ত করব না, মাথা নত করতে হলে মানুষের কাছে করব।
দেশে ফেরার আগেও টুইটেও মুখ্যমন্ত্রী সেকথা লিখেছেন, ‘আমাদের উন্নয়নের নেপথ্যে রয়েছে অনেক আত্মত্যাগ, বাংলার সাফল্যকে ছোট করতে দেব না।’
বামেদের ছাত্র সংগঠন এসএফআইয়ের একটি ইউনিট রয়েছে অক্সফোর্ডে। বৃহস্পতিবার তাঁরাই বিক্ষোভ ,করে মুখ্যমন্ত্রীর সভা বানচালের চেষ্টা করেছিল। তবে মুখ্যমন্ত্রী যেভাবে শক্তহাতে চোখে চোখ রেখে পুরো বিষয়টির মোকাবিলা করেছেন তা বিদেশের মাটিতেও অনেকের প্রশংসা কুড়িয়েছে।
দেশে ফেরার আগে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশ্বের অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে দাঁড়িয়ে বাংলার উন্নয়নের কথা তুলে ধরতে পেরেছি এটা খুব ভাল অভিজ্ঞতা, চিরদিন মনে থাকবে।’