Mamata Banerjee: পঞ্চম থেকে সপ্তম পাড়ায় পাড়ায় পাঠশালা, অষ্টম থেকে দ্বাদশ ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল শুরু ,দিন ঘোষণা মমতার

0
659

দেশের সময় ওয়েবডেস্কঃ : স্কুল-কলেজ খোলার দাবিতে ক্রমশ সরব হচ্ছিল বাংলা। সোমবার সে ব্যাপারে বড় ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানালেন অষ্টম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয়য় পর্যন্ত ক্লাস চালু হবে ৩ ফেব্রুয়ারি থেকে।

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, পলিটেকনিক-সহ অন্যান্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানও খোলা থাকবে বিধি মেনে। তবে প্রাথমিক শিক্ষার পড়ুয়াদের ক্ষেত্রে এখনই ঝুঁকি নিতে চায় না নবান্ন। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক স্তর থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে পঠনপাঠন করানো হবে।

আগের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে কোভিড বিধি ছিল ৩১ জানুয়ারি পর্যন্ত। এদিনই তা শেষ হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বিধি জারি হল। যাতে শিক্ষাপ্রিতিষ্ঠানের মতো অনেক কিছুতে ছাড় দিয়েছে নবান্ন।

১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র খুলছে।সিনেমা হল, সরকারি-বেসরকারি অফিসে হাজিরার ক্ষেত্রে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

নাইট কার্ফু লাগু হবে রাত ১১টা থেকে। আগের দফায় যা রাত ১০টা থেকে চালু হতো। চলবে ভোর পাঁচটা পর্যন্ত। পার্ক, সুইমিংপুল খোলার ক্ষেত্রেও শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হবে।

লন্ডন-কলকাতা উড়ানে বাধ্যতামূলক আরটিপিসিআর। রাজ্যের সমস্ত অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হলে ৭৫ শতাংশের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশের ছাড় দেওয়া হয়েছে। 

Previous articleMamata: খসড়া তৈরি,তৃণমূল সুপ্রিমো সিলমোহর দিলেই প্রার্থী ঘোষণা, নবীনদেরও পাশে পেতে চান,বার্তা মমতার
Next articlePETRAPOLE : পেট্রাপোলে দীর্ঘ সময়ের বৈঠকে নিট ফল শূন্য, বন্ধই থাকছে সীমান্ত বানিজ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here