দেশের সময় ওয়েবডেস্কঃ তীব্র গরমের কারণে সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। মুখ্যমন্ত্রী রবিবার সকালে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে এই ঘোষণা করেছিলেন। এবার নির্দেশিকা জারি করল বিকাশ ভবন। জানাল, আপাতত চলতি সপ্তাহে ছুটি থাকবে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। সেই মতো পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে অধ্যক্ষ এবং উপাচার্যদের। তবে দার্জিলিং এবং কালিম্পং, এই দুই পাহাড়ি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে না।
চলতি সপ্তাহেও তাপপ্রবাহের পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রার পারদ থাকবে ৪০ ডিগ্রির আশেপাশে। এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটির ঘোষণা করলেন তিনি। রবিবার খোদ মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রীর আর্জি, এমন আবহে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করা হোক। শনিবার, ইদ উপলক্ষে রাজ্যের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রয়েইছে। অর্থাৎ চলতি সপ্তাহ জুড়েই ছুটি থাকবে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে। এর আগে ২ মে থেকে রাজ্যে গরমের ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহ চলবে। চলতি সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রার পারদ আরও কয়েক ডিগ্রি বাড়বে। এমন পরিস্থিতিতে চড়া রোদে দীর্ঘক্ষণ বাইরে থাকলে অসুস্থ বোধ করছেন আট থেকে আশি সকলেই। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মানবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।
রবিবার বিজ্ঞপ্তি জারি করে বিকাশ ভবন জানিয়েছে, তাপপ্রবাহের কারণে ১৭ এপ্রিল থেকে রাজ্যের সব সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে। আপাতত এক সপ্তাহের জন্য। তবে বিকাশ ভবন জানিয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত স্কুল বন্ধই থাকবে।
দার্জিলিং এবং কালিম্পঙে স্কুল যদিও খোলাই থাকবে। এই সময়কালে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদেরও ছুটি থাকবে। তবে স্কুল খোলার পর পড়ুয়াদের স্বার্থে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের, যাতে পড়াশোনার কোনও ক্ষতি না হয়। এই ছুটির কারণে পড়ুয়ারা যাতে পিছিয়ে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে শিক্ষক, অশিক্ষক কর্মীদের। আর এই নিয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে বিকাশ ভবন
স্কুলের পাশাপাশি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি, বেসরকারি, কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত কলেজ, বিশ্ববিদ্যালয়। তবে দার্জিলিং এবং কালিম্পঙের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ১৭ এপ্রিল থেকে শুরু হবে ছুটি। চলবে গোটা সপ্তাহ। বিকাশ ভবন জানিয়েছে, পরবর্তী নির্দেশিকা জারি না করা পর্যন্ত ছুটি থাকবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে। এই নিয়ে উপাচার্যদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছুটি ঘোষণা হচ্ছেই, বেসরকারি স্কুলগুলিও যাতে ছুটি ঘোষণা করে, তার জন্য অনুরোধ করছেন তিনি। বেসরকারি স্কুলগুলি যেহেতু স্বশাসিত, তাই মুখ্যমন্ত্রীর এই অনুরোধ।