Mamata Banerjee তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী , তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

0
5

সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তিনি বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ‘সিনার্জি’ অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তরবঙ্গের শিল্প সম্ভাবনা তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরপত্তা মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি শহরকে।

সিনার্জি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন শিল্পপতির সঙ্গে সরাসরি বৈঠকে বসবেন। চা শিল্প, পর্যটন শিল্প, হস্তশিল্প এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের সামনে রাজ্য সরকার উত্তরবঙ্গে শিল্পের সম্ভাবনার কথা তুলে ধরবে। মুখ্যমন্ত্রী বিনিয়োগকারীদের প্রস্তাব শোনার পাশাপাশি তাঁদের সমস্যার কথাও শুনবেন। রাজ্যের পক্ষ থেকে ভবিষ্যতের শিল্প পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে এদিন।

এরপর মঙ্গলবার, মুখ্যমন্ত্রী যাবেন ফুলবাড়ির ভিডিওকন মাঠে, যোগ দেবেন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার মানুষজনের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে ধরা হবে। সেই সঙ্গে বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী।


সফরের তৃতীয় দিন অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসবেন। এই বৈঠকে উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত থাকবেন। মালদহ এবং দুই দিনাজপুর জেলার প্রতিনিধিরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী থাকবেন উত্তরকন্যার পাশে ‘কন্যাশ্রী’ ভবনে।

সফর উপলক্ষে রাজ্য সরকারের মন্ত্রীরা ও স্থানীয় জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই প্রস্তুতি সারতে ব্যস্ত। রবিবার ফুলবাড়িতে পরিদর্শনে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী বুলুচিক বড়াইক। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে উত্তরের জেলাগুলিতে এখন উদ্দীপনা তুঙ্গে। মানুষ মুখিয়ে আছেন, তাঁদের প্রিয় নেত্রী কী বার্তা দেন এবং উন্নয়নের আর কী সম্ভাবনা তিনি সামনে তুলে ধরেন, তা দেখার জন্য।
 

Previous articleTop Lashkar Terrorist KilledSaifullah Khalid: পাকিস্তানে নিহত শীর্ষ লশকর কমান্ডার সইফুল্লাহ খালিদ, ভারতে একাধিক হামলার মূল চক্রী ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here