Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর নির্দেশ, রান্না করা খাবার যাবে দুয়ারে দুয়ারে! বড় পরিকল্পনা রাজ্য সরকারের

0
675

দেশের সময় ওয়েবডেস্কঃ গোটা দেশের মতোই তৃতীয় ঢেউয়ে টালমাটাল পশ্চিমবঙ্গ। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেইন ওমিক্রন। পরিস্থিতি মোকাবিলায় একদিকে যেমন কড়া প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে, বাড়ানো হচ্ছে করোনা বিধিনিষেধ, তেমনই এবার দুঃস্থ করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পাঠানোর ব্যবস্থাও করছে রাজ্য সরকার। এবার কোভিড রোগীদের জন্য রান্না করা খাবার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল সরকার। রবিবার বাংলার গর্ব মমতা ট্যুইটার হ্যান্ডল থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে।

ট্যুইটার পোস্টে লেখা হয়,”রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।”

সোমবার অর্থাৎ আগামিকাল থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে বলে সূত্রের খবর।

নবান্ন সূত্রে খবর, প্যাকেট করে চাল, ডাল, মুড়ি, বিস্কুটের মতো শুকনো খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। জেলাশাসকদের বলা হয়েছে, মাথাপিছু তিন কেজি করে চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে প্যাকেট তৈরি করতে।

করোনা পরিস্থিতিতে বেশ কিছু বাজার বন্ধ। বন্ধ কন্টেইনমেন্ট এলাকার দোকানপাটও। তারমধ্যে বহু বাড়ির প্রায় সব সদস্যের কোভিড পজিটিভ ৷ তাই স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের নতুন এই উদ্যোগে উপকৃত হবেন বহু মানুষ। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা করোনা আক্রান্তদের পরিবারের জন্য বাড়িতে খাবার প্যাকেট পৌঁছে দিতে। জেলা প্রশাসনের পাশাপাশি এই কাজ করবে রাজ্য পুলিশও। করোনায় আক্রান্ত কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।

এর আগেও দেশজুড়ে লকডাউন চলাকালীন রাজ্যের তরফে মানুষের হাতে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল । এবারও যাতে দরিদ্র মানুষ খাবার পান, তা জেলাশাসকদের দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

তবে এবার শুকনো খাবারের পাশাপাশি পৌঁছে দেওয়া হবে রান্না করা খাবারও। কারণ বহু ক্ষেত্রেই দেখা যায়, করোনা আক্রান্তের পক্ষে রান্না করা সম্ভব হয় না। কোথাও আবার গোটা পরিবার সংক্রমিত হচ্ছে। ফলে দুর্বল শরীরে রান্না করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অথচ সুস্থ হতে ওষুধের পাশাপাশি সঠিক পথ্যও  দরকার। তাই এই তাৎপর্যপূর্ণ উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার।

যেভাবে করোনার প্রকোপ ফের রাজ্যে বেড়ে চলেছে, তাতে মৃদু উপসর্গযুক্ত বহু আক্রান্তই নিজের ঘরে আইসোলেশনে থাকছেন। তাঁদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। এছাড়াও সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যও এই ব্যবস্থা করবেন বিভিন্ন জেলার জেলাশাসকরা । সূত্রের খবর রাজ্য পুলিশও পৃথকভাবে সেই কাজ চালাবে। প্যাকেটে উল্লেখ করা থাকবে সৌজন্যে রাজ্য সরকার ও রাজ্য পুলিশ ।

Previous articleModi Meeting On India Covid Situation: ফের কী লকডাউনের পথে দেশ? কোভিড পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ পরই জরুরি বৈঠকে বসছেন মোদী
Next articlePolice: থানায় আসতে হবে না করোনা পরিস্থিতিতে, হোয়টস্‌অ্যাপেই অভিযোগ জানানো যাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here