Mamata Banerjee: মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বনাঞ্চলে বাসের ব্যবস্থা, ঘোষণা মমতার

0
670

দেশেরসময় ওয়েবডেস্কঃ জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগেই সব শেষ। মাধ্যমিক (Madhyamik Examination 2023) দিতে যাওয়ার সময় গজলডোবায় হাতির হানায় মৃত্যু পরীক্ষার্থী। ঘটনায় শোকার্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জলপাইগুড়িতে পরীক্ষা দিতে যাওয়ার পথে হাতির হানায় মৃত্যু হয়েছে অর্জুন দাস নামের এক পরীক্ষার্থীর। রাজগঞ্জের ওই পরীক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশের সঙ্গেই জানান, গৌতম দেব এবং জলপাইগুড়ির জেলাশাসককে তিনি নিহত ওই ছাত্রের বাড়িতে পাঠিয়েছেন।

পাশাপাশি তিনি বলেন, ‘শিক্ষা দপ্তরকে বলেছি, প্রয়োজনে ফরেস্ট এরিয়ায় যারা থাকে তাদের জন্য পরীক্ষার সময় বাসের ব্যবস্থা করতে।’ পুলিশ এবং ফরেস্টকে নজর রাখার কথাও বলেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক সহ সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেন, বলেন আমি চাই তারা সসম্মানে এগিয়ে যাক।

এদিন সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির মুখে পড়েন মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন কুমার দাস। বাবার বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল ওই ছাত্র। সে সময় একটি হাতি বাইকটিকে তাড়া করে ও পিষে মারে। মৃত্যু হয় ছাত্রের। এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে গজলডোবায়।

পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, ”এর থেকে দুঃখের কিছু হতে পারে না। কিন্তু কিছু ঘটনা আমাদের হাতে থাকে না। হাতিরা একত্রে থাকলে বন দফতর তাও ওদের নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই যখন হাতি একা হয়ে যায় তখন ওদের মাথা খারাপ হয়ে যায়। এদিক ওদিক ঘুরে বেড়ায় আর এসব করে। কারও তো ভাবনাতেও আসেনি এমন কিছু হতে পারে। আমি একটা কথা বলতে পারি এই জঙ্গলের রাস্তা দিয়ে যেসব পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হয় তাদের জন্য বাসের ব্যবস্থা করুন। যাতে ওদের পায়ে হেঁটে যেতে না হয়। ”

অন্যদিকে, বনধ নিয়েও আজ ফের মুখ খোলেন। বলেন, ‘আমি বনধের রাজনীতি থেকে বাংলাকে মুক্ত করেছি ১১ বছর আগে। আমরা কোনও বনধকে সমর্থন করি না। রাস্তার যদি গতি থেমে যায় যায়, তাহলে উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে। আমি আমার গাড়ির ক্ষেত্রেও বলি ট্রাফিক না আটকাতে।’ তিনি আরও বলেন, ১০টা লোক মিলে রাস্তা বন্ধ করবে, আর প্রেস, গাড়িতে পরীক্ষার্থীরা, হাজার লোক দাঁড়িয়ে থাকবে তা হয় না। 

Previous articleElephant attack : মর্মান্তিক ঘটনা: হাতির হামলায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর
Next articleMadhyamik Exam 2023:পরীক্ষার্থীদের পাশে পুলিশ, জেলায় জেলায় শুরু মাইকিং! হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে বড় সিদ্ধান্ত রাজ্য বন দফতরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here