Mamata Banerjee: তৃণমূলের ২৪-এ পা! প্রতিষ্ঠা দিবসে দেশরক্ষার ডাক দিলেন দিদি ,টুইট অভিষেকেরও

0
416

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রায় আড়াই দশক। কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে ১৯৯৮ সালের ১ জানুয়ারি নতুন দলের যাত্রা শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। প্রতিষ্ঠা হয়েছিল তৃণমূল কংগ্রেস। আজ চব্বিশে পা দিল মমতার দল। প্রতিষ্ঠা দিবসে দিদির বার্তাও যেন ২০২৪-এর লক্ষ্যে। দেশরক্ষার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অতঃপর পর পর তিন বার ক্ষমতা দখল করে পশ্চিমবঙ্গের শাসক দল এখনও তৃণমূল। দেশের বহু রাজ্যে শাখা বিস্তার করেছে দল।

এদিন তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জোড়া টুইট করেন মমতা। সেই টুইটে যেমন দলের কর্মীদের এবং মা-মাটি-মানুষ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন দিদি সেই সঙ্গে ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার।

প্রতিষ্ঠা দিবসে দলের কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানালেন তৃণমূলনেত্রী। লিখলেন, ‘এই দলের সব নেতা-কর্মীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মা-মাটি-মানুষের পরিবার। আমাদের যাত্রা শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৮ সালে। সেই থেকে মানুষের সেবা এবং হিতসাধনে নিয়োজিত রেখেছি।’

পরে লেখেন, ‘নতুন বছর অঙ্গীকার করছি, সব ধরনের অসাম্যের বিরুদ্ধে লড়ব।’ একই সঙ্গে বিনয়ী থাকার বার্তাও দেন মমতা। লেখেন, ‘প্রত্যেককে সম্মান করুন। আমাদের দেশে গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যাতে অক্ষুণ্ণ থাকে তার চেষ্টা করুন। এত বছর ধরে আপনাদের শুভেচ্ছা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

পরে পৃথক টুইটে নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কোভিডবিধি মেনে উৎসবে সামিল হতেও অনুরোধ করেন।

দু’যুগ আগে তৃণমূল তৈরির মূল লক্ষ্য ছিল সিপিএম বিরোধিতা। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। সিপিএম তথা বামফ্রন্টকে সরিয়ে বাংলার ক্ষমতায় তৃতীয়বার মমতার তৃণমূল। বামেরাও কার্যত অপ্রাসঙ্গিকতার পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধিতাই এখন তৃণমূল তৃণমূলের রাজনীতির মূল উপাদান। সেইসঙ্গে সর্বভারতীয় দল হয়ে ওঠার আকাঙ্খাও তীব্র।

একুশের ভোটে বাংলায় বিজেপিকে রুখে দেওয়ার পর চব্বিশের লক্ষ্যে দিদিকে মুখ করার সুর বাঁধা হচ্ছিল। এখন তা অনেকটাই স্পষ্ট। দলের প্রতিষ্ঠা দিবসে সেই অভিমুখকেই চিহ্নিত করে দিলেন তৃণমূলনেত্রী।
যদিও মমতার টুইট নিয়ে বিজেপির এক মুখপাত্র বলেন, ২০১৯ সালের ১ জানুয়ারিও মমতার টুইটের ভাষা খানিকটা এরকমই ছিল। তারপর কী হয়েছিল সবাই দেখেছেন। ২০২৪ আসতে অনেক দেরি। দেখুন না কী হয়।

Previous articleনতুন বছরের প্রথম দিনের সকালেই বড় দুঃসংবাদ ,বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ১২
Next articleNew Year2O22 : নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here