Mamata Banerjee গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
33
শঙ্করজিৎ চক্রবর্তী , দেশের সময়

কলকাতা :নবান্ন থেকে গঙ্গাসাগর সেতুর নাম ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুড়িগঙ্গার উপর ৫ কিলোমিটার লম্বা সেতু তৈরি হবে। ফোর লেনের এই সেতু তৈরি হবে দেড় হাজার কোটি টাকায়। মঙ্গলবার নবান্ন থেকে সেই সেতুরই নাম রাখলেন মমতা। তিনি জানান, এই সেতু তৈরি হলে গঙ্গাসাগর যাতায়াতে পুণ্যার্থীদের যেমন সুবিধা হবে। এলাকার লোকজন, ব্যবসায়ীরাও বিশেষ ভাবে উপকৃত হবেন। সেতুটির ডিপিআর হয়ে গিয়েছে। বছর চারেক সময় লাগবে সেতুটির কাজ শেষ হতে বলেও জানান তিনি।

এ দিন নবান্ন সভাঘর থেকে গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়েও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে প্রশাসনিক আধিকারিক, আমলা, রেল, বন্দর, নৌ—সমস্ত বিভাগের আধিকারিকরাও। মুখ্যমন্ত্রী জানান, নিরাপত্তা থেকে পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্য, সবদিকে নজর থাকবে প্রশাসনের। কোনও রকম সমস্যা হলে পাশে পাবেন পুলিশ থেকে সিভিক ভলান্টিয়ারদের।

মমতা ঘোষণা করেন, মেগা সাগর মেলার আরতি হবে তিনদিন। ১১, ১২ ও ১৩ জানুয়ারি। থাকবে ই-দর্শনের ব্যবস্থা। কপিলমুনির আশ্রম, পুণ্যস্নানের লাইভ স্ট্রিমিং হবে। অনলাইনের মাধ্যমে সারা বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ভক্তরা সাগরের পুণ্যজল সংগ্রহ করতে পারবেন।
সাগর মেলা উপলক্ষে এ বারও ২ হাজার ২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি ব্যবহার করা হবে।

নবান্নের এ দিনের বৈঠকে উপস্থিত পূর্ব রেলের প্রতিনিধি আশ্বস্ত করেছেন, নামখানা-লক্ষ্মীকান্তপুরের লাইনে অতিরিক্ত রেক থাকবে। মমতা জানান, প্রয়োজনে দুটি ট্রেনের মাঝে সময় বেশি রাখুক রেল, কিন্তু স্পেশাল ট্রেন চালাক রেল।


এ বার গঙ্গাসাগরে বিশেষ নজরদারি থাকবে, এ দিনের বৈঠক থেকে তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। জানান, কোস্টাল গার্ড, বার্জ, লঞ্চে বিশেষ নজরদারি চলবে। থাকবে কোস্টাল পুলিশ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ, এসডিআরএফ, রিভার পুলিশও। আইবি, এসবি, নেভি, কোস্টাল গার্ডকে যৌথ ভাবে কড়া নজর রাখতে বলেন তিনি। মমতা জানান, যতক্ষণ না তিনি বলছেন, গঙ্গাসাগর থেকে নিরাপত্তা তোলা যাবে না।

পুণ্যস্নান হয়ে গেলেই পুলিশ যেন চলে না আসে। ভলান্টিয়ার বাদ দিয়ে ১২ হাজারের বেশি পুলিশ থাকছে। তার পরও কড়া নজরদারি চালাতে হবে। মমতার সংযোজন, ‘যেন এ পার থেকে ও পার দেখা যায়। ও পার থেকে এ পার দেখা যায়। ও পারে তো আপনি যেতে পারছেন না, আপনার বর্ডার আপনাকে নজর রাখতে হবে।’

এ বারের গঙ্গাসাগর মেলায় ১২টি অস্থায়ী ফায়ার স্টেশন, ৭৫টি দমকল ইঞ্জিন থাকছে। জ্যামে দমকলের গাড়ি আটকে গেলেও যাতে সমস্যা না হয়, তার জন্য রাখা হচ্ছে বাইক। পুলিশ বাইক নিয়ে রাস্তায় থাকবে। মুড়িগঙ্গায় কুয়াশা থাকলে ভেসেল চালানো যায় না। অতিরিক্ত ফগ লাইটের ব্যবস্থা রাখতে বলেন মুখ্যমন্ত্রী।

এ বারের গঙ্গাসাগর মেলায় থাকবে ১১৫০টি সিসিক্যামেরা, ২০টি ড্রোন। ৪টি ওয়াটার অ্যাম্বুল্যান্স, ১টি হেলিকপ্টার থাকবে। ১২ হাজারের বেশি ওয়াশরুম, ৭টি সলিড ম্যানেজমেন্ট ইউনিট, গার্বেজ কালেকশনের জন্য ৭৫টা ই-কার রাখা হচ্ছে। সাগর পার পরিষ্কার রাখতেই থাকবেন ৩ হাজার ভলান্টিয়ার।

তীর্থযাত্রীরা কোনও ভাবে হারিয়ে গেলে, তাঁদের অনুসন্ধানে বিশেষ ব্যবস্থা রাখা হবে। চিকিৎসার জন্য থাকবে ৩৫০টি বেড। সাগর, লট ৮, নামখানা, চেমাগুড়ি, রুদ্রনগরে ৫টি অস্থায়ী হাসপাতাল করা হচ্ছে। সেখানেও মোট ১৩০টি বেড থাকবে। আইসিইউও থাকবে। থাকবে পর্যাপ্ত চিকিৎসক, নার্স। গ্রিন করিডর থাকবে ক্রিটিকাল রোগীর জন্য। ১০০টি সোলার স্ট্রিট লাইট থাকবে। থাকবে ৭টি ওয়াই-ফাই জ়োন, ওয়াই-ফাই ফ্রি কলিং জ়োন থাকবে। ১১টি বড় এলসিডি স্ক্রিন, গুরুত্ব বুঝে কাজে লাগানো হবে হ্যাম রেডিও, স্যাটেলাইট ফোনও।

এ দিনের বৈঠকে বিভিন্ন এনজিও-এর প্রতিনিধিও ছিলেন। যেমন ছিলেন গঙ্গাসাগর তীর্থযাত্রী সংযুক্ত সমিতির প্রতিনিধিও। তিনি জানান, অনেক গঙ্গাসাগর যাত্রীই কালীঘাটে যান। কালীঘাট পুলিশ ভালোভাবে চেষ্টা করলেও সেখানে কিছু সমস্যায় পড়তে হয় পুণ্যার্থীদের। ভালো ব্যবহার না করার অভিযোগ করেন। মমতা বলেন, ‘সব কিছু আমার পক্ষে দেখা সম্ভব না। স্কাই ওয়াক হচ্ছে কালীঘাটে। ওখানে একটু সমস্যা হচ্ছে কাজের জন্য। আপনাদের দায়িত্ব নিতে হবে। আর পান্ডাদের দায়িত্ব আমি নিতে পারব না। এটা নিজেরা দেখে নিন। আপনি কি চান আমি পান্ডাদের সঙ্গে গিয়ে মারপিট করি?’

Previous articleMarriage শীতের দাপটে বিবাহ আসরেই অজ্ঞান বর, তড়িঘড়ি বিয়ে ভাঙলেন কনে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here