Mamata Banerjee : কুড়মি বিক্ষোভে তপ্ত জঙ্গলমহলে আজ মমতা,অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় আটক ৪

0
510

,

দেশের সময় ওয়েবডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা ঘটেছিল । মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাচ চুরমার করে দিয়েছিল কুড়মি আন্দোলনকারীদের একাংশ। সেই ঘটনায় ধরপাকড় শুরু করল ঝাড়গ্রাম জেলা পুলিশ ।

সেই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে শাসক দল। ওই ঘটনার পর অভিষেক বলেন, এই বিক্ষোভের পিছনে কারা আছে, তা না জানালে প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নেবে। সেই ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই মামলা রুজু করেছে পুলিশ।

শনিবার সকালের খবর, অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় চার জনকে আটক করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

ওই ঘটনাকে ‘গুন্ডামি’ বলেছেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, জনজাতিদের স্বীকৃতির দাবিতেই যদি আন্দোলন হবে তাহলে বীরবাহার মতো জনজাতি নেত্রীর গাড়িতে হামলা হল কেন? কুড়মি আন্দোলনের মূল অংশ অবশ্য দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের যোগ নেই।

এ হেন তপ্ত পরিস্থিতির মধ্যেই শনিবার জঙ্গলমহলে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শালবনীতে নবজোয়ার কর্মসূচিতে যোগ দেবেন মমতা। গতকালের ঘটনার পর আজকের মমতার কর্মসূচি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন অনেকে। এদিন এগরার বাজিদগ্ধ গ্রাম খাদিকুল হয়ে শালবনী যাবেন দিদি।

গতকালের ঘটনায় বিজেপির ইন্ধন আছে বলেও দাবি করেছেন অভিষেক। তাঁর কথায়, ‘জয়শ্রীরাম স্লোগান দিয়ে যেভাবে হামলা হয়েছে তাতেই বোঝা যাচ্ছে কারা আছে।’ শুক্রবার গড় শালবনীর ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

Previous articleThe Kerala Story in Bengal: বনগাঁর একটি হলে রমরমিয়ে চলছে ‘দ্য কেরালা স্টোরি’!কী বলছেন পুর প্রধান গোপাল শেঠ? দেখুন ভিডিও:
Next articleMamata Banerjee at Egra: মাথা নত করে ক্ষমা চাইছি! এগরাকাণ্ডে পুলিশি ব্যর্থতা স্বীকার করে বললেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here