Mamata Banerjee:স্টুডেন্টস উইক সমাপনী অনুষ্ঠানে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর: দেখুন ভিডিও

0
431

দেশের সময়, কলকাতা : ১ থেকে ৭ জানুয়ারি রাজ্যের প্রতি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সোমবার তার সমাপনী অনুষ্ঠান উদযাপনে ধনধান্য প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী এদিন জানান, প্রতি বছর ১ থেকে ৭ জানুয়ারি স্টুডেন্টস উইক পালন করবে। স্টুডেন্টসদের স্কলারশিপ সহ সমস্ত কিছু এই সময়ের মধ্যে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। দেখুন ভিডিও

এদিনের বক্তব্যে তিনি তৃণমূল জামানায় রাজ্যের পড়ুয়াদের জন্য সরকারের পক্ষ থেকে গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন। বলেন কীভাব এই প্রকল্পগুলির সহায়তায় এগিয়ে চলেছে পড়ুয়ারা, চিন্তা কমছে পরিবারের। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই এখানকার শিক্ষাকে অবহেলা করেন, ভাল ইংরেজি না পারলে অবহেলা করা হয়।

তারপরেই বেশ কিছু তথ্য তুলে ধরেন। যেমন জানান, বাম জামানায় পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, তৃণমূল সরকার তা চালু করে। তৃণমূল সরকার রাজ্যে একাধিক ইংরেজি মিডিয়াম স্কুল চালু করে বলেও জানান তিনি। রাজ্যের পড়ুয়ারা নানা স্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নানা সুবিধা, স্কলারশিপ পেয়ে থাকে, সেগুলির তথ্য উল্লেখ করেন তিনি।

ধন্যধান্য অডিটোরিয়াম থেকে সোমবার যোগ্যশ্রী প্রকল্প চালু করেন তিনি। এই প্রকল্পের আওতায় এবার থেকে তফশিলি জাতি এবং জনজাতিভুক্ত পড়ুয়াদের জয়েন্ট এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এবার থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, “এরা একদিন যোগ্য হয়ে উঠবে।”

এই প্রকল্পে কীভাবে সহায়তা পাবে পড়ুয়ারা?

মুখ্যমন্ত্রী বিস্তারিত জানালেন, জেলায় জেলায় শুরু হবে প্রশিক্ষণ সেন্টার, চাকরির পরীক্ষার ট্রেনিং-এর জন্য জেলায় দুটি করে মোট ৪৬টি সেন্টার তৈরি করা হবে। প্রায় সাড়ে চার হাজার পড়ুয়া এই সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে চালু হল স্টুডেন্ট ইন্টার্ণশিপ স্কিম। মুখ্যমন্ত্রী জানান,”ছাত্র যৌবন থেকেই ছেলে মেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিতে পারবে, তাতে সফল হলে পাবে সার্টিফিকেট। আড়াই হাজার ছাত্র ছাত্রীকে এক বছরের জন্য ইন্টার্ণশিপ দেওয়া হচ্ছে।” তাছাড়াও তারা ভাল কাজ করলে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে কাজে পুনর্বহাল করা হতে পারে, ইন্টার্ণশিপের সময় পড়ুয়াদের ১০ হাজার করে দেওয়া হবে বলেও উল্লেখ করেন। এই স্কিমে মূলত ২৫০০ জন পড়ুয়া ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরের স্তর পর্যন্ত নানা সরকারি প্রতিষ্ঠানে হাতে কলমে কাজের সুযোগ পাবেন।

সোমবার পড়ুয়া সপ্তাহ সমাপনী অনুষ্ঠান উদযাপন করা হয় জেলার বিভিন্ন স্কুলগুলিতেও ৷ উত্তর ২৪ পরগনার বনগাঁ ছয়ঘরিয়া ঠাকুর হরিদাস বালিকা বিদ্যালয়ে স্টুডেন্টস উইক সমাপনী অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো৷

Previous articleSankar Adhya: ইডি-র হেফাজতে শঙ্কর আঢ্য, ‘ বনগাঁয় প্রাণহানির আশঙ্কায়’ মূর্তি শিল্পী সিন্টু ভট্টাচার্য! কেন ?
Next articleShankar Adhya: টাকা পাচার হত বিদেশে? শঙ্করের সংস্থার অ্যাকাউন্টে ২৭০০ কোটি নগদ! ধান চুরির ১৩৭ কোটি বালুর পকেটে? বিস্ফোরক দাবি ইডির

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here