Mamata Banerjee’আমি ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার জন্য উন্মুখ হয়ে রয়েছি’, মমতা

0
17

পাঁচ দিনের সফরে রবিবার লন্ডনে পা রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে পা রেখেই উঠেছেন বাকিংহাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে। সোমবার ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের পূর্বে হাঁটতে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। শহরের নানা অংশে হেঁটে তাঁর অনুভূতি ব্যক্ত করেছেন নিজের ফেসবুক হ্যান্ডলেও।

একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। লন্ডনের রাস্তায় হেঁটে বেরাচ্ছেন তিনি। সঙ্গে মুখ‍্যসচিব মনোজ পন্থ, নিরাপত্তা প্রধান পীযূষ পান্ডে, শিল্পপতি সত্যম রায়চৌধুরী এবং তাঁর পুত্র দেবদূত রায়চৌধুরী। বাকিংহাম প্যালের সামনে দিয়েও হেঁটে যেতে দেখা যায় মমতাকে।

সেই ভিডিও পোস্ট করে মমতা লিখেছেন, ”বাংলা এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক রয়েছে বহু শতাব্দী ধরে। যার মূলে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্য। গতকাল লন্ডনে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা এমন একটি শহরে পা রেখেছি যা কলকাতার মতোই তার অতীতের ভার বহন করে চলছে বর্তমানের গতিশীলতাকে আলিঙ্গন করে।” মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ”দিনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আমি লন্ডনের কালজয়ী সৌন্দর্য উপভোগ করতে কিছুক্ষণ সময় নিয়েছিলাম। শহরটি একটি প্রাচীন বিশ্বের আকর্ষণকে তুলে ধরে, যা ইতিহাস এবং বিবর্তনের কথা বলে। এমন মূল্যবোধ যা বাংলাও তার হৃদয়ের কাছাকাছি ধরে রেখেছে।” তাঁর সংযোজন, ”আমি ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর এবং আরও শক্তিশালী করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।”

গত শনিবার তাঁর নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন মমতা। রবিবার সেখানে পৌঁছেছেন তিনি। সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠান ছাড়াও আগামী কয়েকদিনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৫ মার্চ রয়েছে বিজিবিএস-এর অনুষ্ঠান, ২৬ মার্চ রয়েছে জি টু জি-র অনুষ্ঠান, ২৭ মার্চ অক্সফোর্ডে অনুষ্ঠান, ২৮ মার্চ লন্ডন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ২৫ মার্চের বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে ম্যাঞ্চেস্টার সিটির।

Previous articleBangaon Newsবনগাঁয় মহিলাকে রাস্তায় ফেলে চুলের মুঠি ধরে পেটাচ্ছে যুবক! দেশের সময়- এর ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য: দেখুন ভিডিও
Next articleMamata Banerjee: স্বাস্থ্যে বাংলা দেশের সেরা! রাজ্য সরকারের বিশেষ কৃতিত্বের জন্য প্রশংসা মোদী সরকারের, ‘গর্বিত’ মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here