মহালয়ার সন্ধ্যায় মা দুর্গার চোখ আঁকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতার একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
সন্ধেয় চেতলা অগ্রণী পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানেই উদ্যোক্তাদের ডাকে সাড়া দিয়ে দেবী দুর্গার চোখে তুলির টান দিয়ে পুজোর উদ্বোধন করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বস্তুত, রাজনীতির পাশাপাশি অবসরে গান, আঁকার অভ্যাসও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিবারের মতো এবারও পুজোতে মুখ্যমন্ত্রীর ১০টি গান প্রকাশিত হয়েছে।
এদিন জাগো বাংলার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে নিজেই একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, দেবীপক্ষ শুরু হচ্ছে, মা সবাইকে ভাল রাখুন। সবাইকে সুস্থ রাখুন।
মমতা জানান, এবারের পুজোয় তাঁর ১০টি গান প্রকাশিত হল। খানিক থেমে নিজেই জানান, এখনও পর্যন্ত তাঁর ১৩০টি গান প্রকাশিত হয়েছে। এছাড়াও রয়েছে সরকারি প্রকল্পের গান।
মুখ্যমন্ত্রীর কথায়, “সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে আমি একটা করে গান লিখি। সেগুলো বাদ দিয়ে সংখ্যাটা ১৩০।”
পুজোর শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে কো-অর্ডিনেট করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুজো উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, সকলকে বলব, পুজোর সময় ভিড়ের মধ্যে শিশু, প্রবীণ এবং মা-বোনেদের দিকে বাড়তি খেয়াল রাখবেন।
মঙ্গলবার শ্রীভূমির পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর হাত ধরে হাতিবাগান, সেলিমপুর পল্লী, বাবুবাগান, ৯৫ পল্লী, যোধপুর পার্ক, চেতলা অগ্রনী-সহ একাধিক জায়গায় শুরু হয়ে গেল দুর্গা পুজো।
পিছিনে নেই জেলাও। বুধবারই রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক’শ পুজোর উদ্বোধন হল। এর মধ্যে মমতা বন্দ্যেপাধ্যায় একাই ৪০০টি পুজোর উদ্বোধন করলেন। উদ্বোধন হল ভার্চুয়াল মাধ্যমে।