Mamata Bala Thakur এবার ঠাকুর বাড়িতে আমরণ অনশনে বসলেন মমতাবালা ঠাকুর: দেখুন ভিডিও

0
2
অর্পিতা বনিক , দেশের সময়

ঠাকুরনগর : সার ‘-এর বিরোধিতা এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তৃণমূল ঘনিষ্ঠ মতুয়া, গোঁসাই ও দলপতিদের আমরণ অনশন নিয়ে শান্তনু ঠাকুর এবং মমতাবালা ঠাকুরের মধ্যে বাকযুদ্ধ জারি রয়েছে। অনশনে শুরুর দিন অংশগ্রহণকারীদের ‘বাংলাদেশি মুসলমান’ এবং ‘রোহিঙ্গা’ বলে কটাক্ষ ও করেছিলেন শান্তনু ঠাকুর।

এই আবহেই পূর্ব ঘোষণা মতো বুধবার থেকে মতুয়াদের আমরণ অনশনে যোগ দিলেন তৃনমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।অষ্টম দিনে তার সঙ্গে আরও দু’জন মতুয়া অনশনে অংশ নিয়েছেন। মমতাবালার উপস্থিতি আমরণ অনশনে অন্যান্য অংশগ্রহণকারীরা উৎসাহিত হয়েছেন।সাংসদ নিজেও অনশনের জন্য এদিন থেকেই সমস্ত রাজনৈতিক কাজ কর্ম  বন্ধ রেখেছেন।

সার ‘-এর বিরোধিতা এবং মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গত ৫ নভেম্বর থেকে প্রয়াত বড় মা বীণাপাণি ঠাকুরের মন্দিরের সামনে আমরণ অনশন শুরু করেন মতুয়া গোসাই, দলপতিরা। সংগঠনের কাজে মধ্যপ্রদেশে থাকার কারণে অনশনের শুরুর দিনে থাকতে পারেন নি মমতাবালা। সেখান থেকে ফিরে এসে তিনি আমরণ অনশনের মঞ্চে যোগ দিলেন বুধবার। ৮ দিনের মধ্যে কয়েক জন অনশনকারী অসুস্থ্য হয়ে পড়েছিলেন।মতুয়াদের এই অনশন মঞ্চে বাম এবং কংগ্রেসের নেতারাও এসেছিলেন।অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।কিন্তু এখনও পর্যন্ত বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের কোন নেতা কর্মীরা ঠাকুরবাড়িতে আসেন নি বলে জানা গেছে।

এদিন দুপুর সাড়ে ১২ টার সময় নিজের ঘর থেকে বেরিয়ে মমতাবালা চলে আসেন নাট মন্দিরে।হরিচাঁদ,গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করেন তিনি।এরপর প্রয়াত স্বামী কপিলকৃষ্ণ ঠাকুরের সমাধিতে প্রণাম সেরে বড় মায়ের মন্দিরে প্রণাম করেন।এরপর মতুয়াদের সঙ্গে মঞ্চে উঠে আমরণ অনশনে যোগ দেন। দেখুন ভিডিও


এই প্রসঙ্গে মমতাবালা ঠাকুর বলেন, এদিন থেকে আমার সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ।আমার কাছে মতুয়ারা সবার আগে।মতুয়ারা আছে বলেই আমি আছি।এস আই আর ( SIR) চালু হওয়ায় মতুয়াদের এদেশের নাগরিকত্ব পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। মতুয়াদের স্বার্থে সার ‘-এর বিরোধিতা  এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আমি আমরণ অনশন শুরু করলাম।আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে বিরোধিতা করছেন।আর আমরা ঠাকুর বাড়িতে ধর্মীয় ভাবে প্রতিবাদ করছি।

এই প্রসঙ্গে অনশনে অংশগ্রহণকারী কৃষ্ণপদ মন্ডল বলেন,মা আমাদের পাশে আছেন।ফলে সন্তানরা তো উৎসাহিত হবেই।আমরা আগের থেকে শক্তি পাচ্ছি।নিঃশর্ত নাগরিকত্ব না দিলে আমরা মৃত্যু পর্যন্ত এই কর্মসূচি চালাব।

Previous articleDelhi Blast:আহতদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী, চক্রান্তে যারা জড়িত, তারা পার পাবে না ,বার্তা মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here