দেশের সময় , কলকাতা : ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার মামলায় ক্রমে বিপদ বাড়ছে মহুয়া মৈত্রর। এবার কি তার বিরুদ্ধে তদন্ত শুরু করবে সিবিআই? 

প্রশ্ন ঘুষ কাণ্ডের অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। বুধবার বিকেলে এই দাবি করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এ ব্যাপারে সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন নিশিকান্ত।

এর আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে সরাসরি সিবিআইয়ের কাছে হলফনামা পেশ করে অভিযোগ জানিয়েছিলেন মহুয়ার প্রাক্তন বয়ফ্রেন্ড জয় অনন্ত দেহাদরাই। তাঁর অভিযোগ ছিল, মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হীরানন্দানির সঙ্গে মিলে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। 


নিশিকান্ত বোঝাতে চেয়েছেন, সিবিআই স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করছে না। মহুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল।

এর প্রতিক্রিয়া জানাতে মহুয়া এদিন পাল্টা পোস্ট করেন। এক্স হ্যান্ডেলে কৃষ্ণনগরের সাংসদ লেখেন, “যে সমস্ত সংবাদমাধ্যম আমার জবাব চাইছেন তাঁদের জন্য জানাচ্ছি, প্রথমত সিবিআইকে আগে আদানির ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি নিয়ে এফআইআর দায়ের করতে হবে।

আর দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তা নীতি কতটা বিপজ্জনক হলে বিদেশি শেয়ার সমৃদ্ধ আদানির কোম্পানি ভারতের নৌ ও বিমানবন্দর কেনার জন্য সকারি মন্ত্রকের ছাড়পত্র পেয়ে যাচ্ছে।

তারপর সিবিআইকে স্বাগত, ওরা এসে আমার জুতো গুনে যাক।”

অন্না হজারের আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনে দুর্নীতি বন্ধ করতে ২০১৩ সালে লোকপাল বিল পাশ হয়েছিল সংসদে। সাংসদদের বিরুদ্ধে তদন্তের অধিকারও রয়েছে লোকপালের। বর্তমানে লোকপালের চেয়ারম্যান হলেন বিচারপতি প্রদীপ কুমার মহান্তি।

মহুয়ার বিরুদ্ধে নিশিকান্তর অভিযোগ ছিল সুনির্দিষ্ট। এক, শিল্পপতির থেকে টাকা ও দামি উপহার নিয়ে তাঁর ব্যবসায়িক স্বার্থরক্ষায় সংসদে প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র। দুই, ওই শিল্পপতিকে সংসদের ওয়েবসাইটের লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া।

এ ব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও অভিযোগ করেছিলেন নিশিকান্ত। তাঁর সেই অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটিও এ ব্যাপারে তদন্ত করছে। কমিটি নিশিকান্তকে জিজ্ঞাসাবাদ করেছে। মহুয়াকেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে মহুয়া অভিযোগ করেছিলেন যে তাঁকে নোংরা প্রশ্ন করা হচ্ছিল। তাই তিনি কমিটির বৈঠক থেকে বেরিয়ে আসেন। 

দু’পক্ষের সঙ্গে কথা বলার পর বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক ডাকা হয়েছে। মহুয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া দরকার বা আদৌ দরকার কিনা সে ব্যাপারে বৃহস্পতিবারের বৈঠকে খসড়া সুপারিশ পেশ করার কথা কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারের। তার আগেই এবার সিবিআই তদন্তের নির্দেশও দিয়ে দিল লোকপাল। 

উল্লেখ্য, মহুয়া ইস্যুতে বৃহস্পতিবার ফের বৈঠকে বসার কথা রয়েছে এথিক্স কমিটির। তার আগে তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দাবি করলেন নিশিকান্ত। জাতীয় সুরক্ষা নিয়েও বারবার মহুয়াকে নিশানা করেছেন তিনি।

কয়েক দিন আগেই এথিক্স কমিটির সামনে হাজিরা দেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ওই দিন কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসেন তিনি। এর পর এথিক্স কমিটির বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করেন মহুয়া।
তৃণমূল সাংসদের দাবি, কমিটির তরফে তাঁকে ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে। সেখানে শালীনতার সীমা ছাড়িয়ে যান কমিটির সদস্য়। শুধু তাই নয়, দ্রৌপদীর মতো তাঁর বস্ত্রহরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন মহুয়া। এই ইস্যুতে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তিনি।

এ ব্যাপারে কংগ্রেসের এক নেতা এদিন বলেন, মহুয়াকে পরিকল্পিত ভাবে ঘিরে ফেলতে চাইছে বিজেপি। সবটা দেখে সেটা এখন জলের মতই স্বচ্ছ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here