Maharashtra: হাসপাতালে যাওয়ার রাস্তা নেই, মায়ের চোখের সামনেই মৃত্যু হল সদ্যোজাত যমজ সন্তানের

0
543

দেশের সময়: হাসপাতালে পৌঁছনোর রাস্তা নেই। ফলে চোখের সামনেই সদ্যোজাত যমজ সন্তানের মৃত্যু দেখতে হল মাকে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটল মহারাষ্ট্রের পালঘর জেলায়। সাতমাস অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়িতেই বন্দনা বুধার নামে এক মহিলার যমজ সন্তান প্রসব হয়ে যায়। অপরিণত অবস্থায় প্রসবের কারণে শিশু দু’টিকে বাঁচাতে দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল।

কিন্তু হাসপাতালে যাওয়ারই তো রাস্তা নেই। ফলে চোখের সামনেই সদ্য জন্ম দেওয়া দুই সন্তানের মৃত্যু দেখতে হয়েছে মাকে। তাঁরও অবস্থা আশঙ্কাজনক। প্রসবের পর তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে তাঁরও চিকিৎসা দরকার। বাধ্য হয়ে পরিবারের লোকজন বাঁশের সঙ্গে বিছানার চাদর ও দড়ি বেঁধে স্ট্রেচার তৈরি করেন। তার উপর চাপিয়েই ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একদিকে পাথুরে পথ।

অন্যদিকে, পিচ্ছিল পাহাড়ের ঢাল। ফলে প্রতি মুহূর্তে বিপদেরআশঙ্কা ছিল। কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই মহিলাকে ওইভাবে ডুলিতে চাপিয়ে তিন কিলোমিটার পথ পাড়ি দেন বাড়ির লোকজন। কোনওমতে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হয়েছে ওই মহিলার। দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। অথচ তখনও সেই দেশেই রাস্তার অভাবে হাসপাতালে নিয়ে যেতে না পারায় চোখের সামনে সদ্যোজাত সন্তানের মৃত্যু দেখতে হচ্ছে মাকে।

এর থেকে যন্ত্রণার আর কী হতে পারে, সেই প্রশ্ন উঠেছে। বিজেপির রাজ্য সহ সভাপতি চিত্রা কিশোর বলেছেন, সত্যিই খুবই দুঃখজনক ঘটনা। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে ওই মহিলার যমজ সন্তানের মৃত্যু হয়েছে। রাস্তার অভাবে অনেক সময়ই এ ধরনের ঘটনা ঘটে। বিষয়টি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে ও উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নজরে আনা হবে।

Previous articleRajasthan :দলিত ছাত্র হত্যায় উত্তাল রাজস্থান, কংগ্রেস বিধায়কের পর ইস্তফা ১২ কাউন্সিলরের
Next articlePune: পুনেতে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের পাঁচজনের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here