দেশের সময় ওয়েবডেস্কঃ : অবশেষে ধরা পড়ল মগরাহাট কাণ্ডের মূল অভিযুক্ত জানে আলম। ঘটনা ঘটার পর থেকেই ফেরার ছিল সে। পুলিশ হন্যে হয়ে খোঁজ চালাচ্ছিল তার। শেষ পর্যন্ত টালিগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গাড়ি করে পালানোর সময় গ্রেফতার মগরাহাট সিভিক ভলান্টিয়ার খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা। রবিবার দুপুরে টালিগঞ্জ থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ।
শনিবার সকালে মগরাহাটের মাগুরপুকুরে জোড়াখুন কাণ্ডে নাম জড়ায় জানে আলম মোল্লার। কিন্তু তারপর থেকেই পলাতক ছিল সে। বরুণ চক্রবর্তী ও মলয় মাখালকে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি।শনিবার সাত সকালে মগরাহাটে হাড় হিম করা খুনের ঘটনায় এখনও অসন্তোষের আগুন দাউ দাউ করে জ্বলছে। গোটা মাগুরপুকুর পুলিশ ঘিরে রাখলেও উত্তেজিত জনতা রীতিমতো ফুঁসছে।
গ্রামবাসীদের দাবি ছিল, অবিলম্বে মূল অভিযুক্তকে ধরতে হবে। কিন্তু কিছুতেই বাগে আনতে পারছিল না পুলিশ। শেষ পর্যন্ত পালাতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ল জানে আলম।
এদিকে রবিবার মৃতের পরিবারদের বাড়িতে যান স্থানীয় বিধায়ক নমিতা সাহা ও জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। তাঁদের ঘিরেই বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছেন তাঁরা। পাশাপাশি পুলিশি তদন্তের প্রতি অনাস্থাও প্রকাশ করেছেন কেউ কেউ। সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, মৃতের পরিবারদের হাতে এদিন আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ তুলে দেন বিডিও। প্রতিমা মণ্ডল জানান, সরকার সবরকমভাবে সাহায্য করবে। দোষীদের গ্রেফতার করে চরমতম শাস্তি দেওয়ার ব্যবস্থাও নেবে সরকার।