দেশের সময় ওয়েবডেস্কঃ মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশের রতলাম জেলায়।
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজনকে পিষে দিল দ্রুত গতিতে আসা একটি ট্রাক। এই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে, রতলাম-লেবাদ চার লেনের রাস্তায়। রতলাম জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সাতরুন্দা গ্রামের মোড়ের কাছেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।
স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রতলামের জেলাশাসক এবং পুলিশ সুপার। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। রতলাম জেলা হাসপাতাল জানিয়েছে, আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাই, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদহগুলি ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে আবর, দ্রুত গতিতে আসছিল ট্রাকটি। হঠাতই চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটির একটি টায়ারও পাংচার হয়ে যায়। ট্রাকটি রাস্তার পাশে থেকে নেমে যায়। সেখানে বাসের জন্য অপেক্ষা করছিলেন বহু মানুষ। তাদের উপর দিয়ে চলে যায় ট্রাকটি। পালানোর আগেই চাকার তলায় পিষে যান ৬ জন।
জেলা কালেক্টর নরেন্দ্র কুমার সূর্যবংশী জানিয়েছেন দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক অভিষেক তিওয়ারি।
বিশাল নামে দুর্ঘটনায় আহতদের মধ্যে এক যুবক জানিয়েছেন, অন্তত কুড়ি জন লোককে একসঙ্গে ধাক্কা মারে ট্রাকটি।
দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।