Madhyamik Result 2022: ‌চলতি সপ্তাহেই মাধ্যমিকের ফলপ্রকাশ,রইল বিস্তারিত

0
696

দেশের সময় ওয়েবডেস্কঃ  ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল।

সকাল ৯ টায়। জানাল মধ্যশিক্ষা পর্ষদ। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। জানা গিয়েছে, www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.schools9.com সহ ১৪টি ওয়েবসাইটে দেখা যাবে ফল।

এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখা যাবে রেজাল্ট। তার জন্য WB10 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়া www.exametc.com-এ প্রি রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরই আপনার রেজাল্ট পেয়ে যাবেন এসএমএস মারফত। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষের বেশি।

চলতি বছর অফলাইনে হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ১৬ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে সোমবার বৈঠক হয়। তারপরই পর্ষদের তরফে জানানো হয়, আগামী ৩ জুন চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। 

Previous articleAbhisek Banerjee: রাজ্যপাল কেন কথা বলছেন? আমি তো তাঁকে কে নিয়ে কিছু বলিনি, শ্যামনগরে প্রশ্ন অভিষেকের
Next articleMamata Banerjee:প্রশাসনিক বৈঠকে সাক্ষী নিয়ে দালাল চক্র ফাঁস মমতার,আমার দলের হলে চারটে থাপ্পড় মারতাম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here