Madhya Pradesh দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা মধ্যপ্রদেশে ! কেউ দাঁড়িয়ে দেখলেন, কেউ ভিডিয়ো করলেন

0
137

দেশের সময় ওয়েবডেস্কঃ এক জনকে জ্যান্ত অবস্থাতেই পুঁতে দেওয়া হয়েছে মাটির নীচে। আর এক জনকে কোমর পর্যন্ত! তিনি আর্ত চিৎকার করে যাচ্ছেন। তা দেখে ছুটে এসেছে স্থানীয়েরা। মাটি, নুড়ি-পাথর সরিয়ে তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন। মধ্যপ্রদেশের এই ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। (ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দেশের সময় অনলাইন)।

https://x.com/Bhopalinc/status/1814973646781522082?t=FAwZ93BV2whDJqnrU1jXzg&s=19

মধ্যপ্রদেশের রেওয়া জেলায় মনগবা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ, জমি জবরদখলের প্রতিবাদ করায় দুই মহিলাকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা হয়। এক জনকে আপাদমস্তক মাটিতে পুঁতেও দেওয়া হয়। পরে যখন স্থানীয়েরা উদ্ধার করেন, তাঁর জ্ঞান ছিল না। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন দুই মহিলা। মনগবা থানার পুলিশ আধিকারিক বিবেক লাল বলেন, ‘‘মহিলারা প্রতিবাদ করছিলেন। প্রথমে তর্কাতর্কি হয়েছিল দু’পক্ষের মধ্যে। তার পরেই মমতা পাণ্ডে ও আশা পাণ্ডেকে জ্যান্ত পুঁতে দেওয়ার চেষ্টা হয়।’’

স্থানীয় সূত্রে খবর, জমি জোর করে দখল করে তার উপর রাস্তা তৈরির প্রতিবাদ করছিলেন মমতা ও আশা। দাবি, জমিটি তাঁদের নামে রয়েছে। কিন্তু তাঁদের না জানিয়ে রাস্তা তৈরি হচ্ছিল। তারই প্রতিবাদ করছিলেন দু’জন।

দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি, এমনকি হাতাহাতিও হয়। অভিযোগ, সেই সময় তাঁদের উপর ডাম্পার ভর্তি মাটি, নুড়ি-পাথর তাঁদের উপর ঢেলে দেওয়া হয়। এ কাজ করা হয়েছে স্থানীয় এক ‘বাহুবলী’র নির্দেশে। পুলিশ সূত্রে খবর, গৌকরণপ্রসাদ পাণ্ডে, মহেন্দ্রপ্রসাদ পাণ্ডে-সহ কয়েক জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। লাল জানান, এই ঘটনায় মামলা রুজু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সংগ্রহ করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান।

এই ঘটনা নিয়ে মধ্যপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। তাঁদের বক্তব্য, মহিলাদের বিন্দুমাত্র সুরক্ষা তো তারা দিতে পারেনি উল্টে এখন এই ধরনের ভয়ানক ঘটনা ঘটছে রাজ্যে। কংগ্রেসের দাবি, বিজেপি জমানায় রাজ্য গুন্ডা এবং গ্যাংস্টারদের আখড়া হয়ে উঠেছে। 

Previous article21 July TMC Rally দলে চাই নবীন ও প্রবীণের সামঞ্জস্য,তৃণমূলে বড় রদবদলের হুঁশিয়ারি অভিষেকের
Next articleHilsa বন্ধ বাংলাদেশের মাছ আমদানি,বর্ষায় বাঙালির পাতে পদ্মার ইলিশ পড়বে কি? সীমান্ত বাণিজ্য স্বাভাবিক হবে কবে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here