Madan Mitra: বুড়ো খুব জ্ঞান দিচ্ছে, বনগাঁয় নাম না করে কল্যাণকে তোপ মদনের

0
981

দেশের সময় ওয়েবডেস্কঃ এ বার নাম না করে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।

শুক্রবার উত্তর ২৪ পরগনায় বনগাঁয় ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্টের টুরে বনগাঁয় পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে তোপ দাগলেন মদন মিত্র ।

এদিনের কর্মসূচিতে গিয়ে মদন বলেন, ‘‘কয়েক জন বুড়ো রাতারাতি খুব জ্ঞান দিচ্ছেন। মার খাওয়ার সময় তো এঁরা ছিলেন না কখনও। তৃণমূল পার্টির মাথায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই অভিষেক রয়েছেন। আমি অভিষেকের পাশেই দাঁড়াব। অভিষেক ফালতু কথা বলেনি। ও নিজের এলাকায় কোভিড-মডেল তৈরি করতে চেয়েছে, ও করে দেখিয়েছে।


এদিন দলের মুখপাত্র দের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন এই মুহূর্তে আমাদের পার্টির মুখপত্র কুনাল ঘোষ ,ডেরেক ও’ব্রায়েন আমি জানি না ওনারা কবে থেকে পার্টি করেছেন ।উদয়ন গুহ, সিদ্দিকুল্লা ২০০৬ সাল থেকে এসেছেন দোলা সেন ,পূর্ণেন্দু বসু এরপরে সিপিএম তাড়িয়ে দিয়েছিল ঋতব্রত এসেছেন। এরা নাকি আমাদের পার্টির মুখপত্র।


কালকে যদি অর্জুন সিং হঠাৎ করে আমাদের পার্টির মুখপাত্র হয়ে যান আমি অবাক হব না। এই কারণে হব না যে অর্জুন সিং এর ওখানে যারা অর্জুন সিং কে বানিয়েছে ,বা আমাদের হারিয়েছেন। তারা আজ আমাদের পার্টির চেয়ারম্যান তারা আমার পার্টির প্রধান নেতা। দিদিমনির মনটা খুব বড়।

আমাদের পার্টিকে আমরা অখিলেশ, তেজস্বী, শশী কলার পার্টি হতে দেবো না ।কাল যদি আমার পাশ থেকে দল পতাকা সরিয়ে নেয় আমি বাজারে গিয়ে সিগারেট ধার পাবো না।

এদিন মদন আরও বলেন, এই পার্টিটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই পার্টিতে থেকেই কেউ যদি মমতার বন্দ্যোপাধ্যায়ের জিন টেস্ট করে, মদন মিত্র তা বরদাস্ত করবে না।

সাম্প্রতিক করোনা আবহে দু’মাস রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি বন্ধ রাখা নিয়ে অভিষেকের ‘ব্যক্তিগত’ মন্তব্যের বিরোধিতা করে কল্যাণের পাল্টা মন্তব্যে তৈরি হয় বিতর্ক। কুণালের সঙ্গেও বাগযুদ্ধে জড়ান কল্যাণ। এর পরই বিষয়টিতে হস্তক্ষেপ করেন দলের শীর্ষ নেতৃত্ব।

শুক্রবার বেলা ১২টা নাগাদ কুণাল একটি টুইটে লেখেন, অধ্যায় সমাপ্ত । সঙ্গে একটি হাসির ইমোজি। যা থেকে মনে করা হচ্ছে, তাঁর সঙ্গে কল্যাণের চলতি বাগ্‌যুদ্ধে ইতি পড়ল। তা নিয়ে জল্পনার মাঝেই প্রকাশ্যে এল মদনের এই বক্তব্য।

বয়স্ক নেতা বেশি জ্ঞান দিচ্ছেন বলে নাম না করে কল্যাণ বন্দোপাধ্যায়কে কটাক্ষ মদন মিত্রের। অর্জুন সিং কে দলের মুখপাত্র করলেও তিনি অবাক হবেন না বললেন তিনি।

মদন বাবু পরিষেবা প্রসঙ্গে বলেন” এক মাসের মধ্যে বনগাঁ থেকে রামপুরহাট, কঙ্কালীতলা মদনমোহন তলা পর্যন্ত বাস পরিষেবা চালু করার কথা বলেন। এদিন বনগাঁর বহু সাধারণ তৃণমূল কর্মী তার সঙ্গে দেখা করেন। বনগাঁয় তার পুরনো বন্ধু রতন ঘোষ ও বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসক শংক আঢ্য তার সঙ্গে দেখা করেছেন বলেও জানান তিনি ।

Previous articleWest Bengal Coronavirus Update: রাজ্যে একদিনে করোনায় রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় সামান্য কমল রাজ্যের সংক্রমণ
Next articleসেনাধ্যক্ষ বিপিন রাওয়াতের কপ্টার ভেঙে পড়েছিল পাইলটের ভুলেই, জানা গেল তদন্তে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here