Madan Mitra: পথ দুর্ঘটনার কবলে মদন মিত্র,আহত বিধায়ক বললেন ‘বেঁচে গেলাম’

0
835

দেশের সময় ওয়েবডেস্কঃ পথ দুর্ঘটনার কবলে কামারহাটির বিধায়ক মদন মিত্র। বিটি রোডের কাছে রথতলা দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে জোর ধাক্কা লাগে বুলেটের। বাইকে ছিলেন বিধায়ক। সূত্রের খবর,ধাক্কার পরই বাইক নিয়ে মাটিতে পড়ে যান বিধায়ক। দুর্ঘটনার পর আশপাশের স্থানীয়েরাই বিধায়ককে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

সূত্রের খবর, বাইক চালিয়ে বেলঘরিয়া ১৭ নম্বর পল্লী নাগরিক সমিতির পৌষ উৎসব ও পুষ্প প্রদর্শনী মেলায় যাচ্ছিলেন মদন। বেলঘরিয়া রথতলার সামনে একটি লরির সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। পড়ে গিয়ে হাতে ও পায়ে আঘাত পান। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে অনেকটাই সুস্থ আছেন তিনি।

বড় ফাঁড়া কাটিয়ে উঠেছেন, তবে মনের জোর হারাননি মদন মিত্র। বললেন, “মন বলছিল ঠিক ধাক্কা লাগবে, তাই হল। বাইকটা সাইড দিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু এত মানুষের ভিড়, তাঁরাও আমাকে গার্ড করছে, সব মিলিয়ে ম্যানেজ করা গেল না। বিটি রোড থেকে জেনিথের দিকে একটি লরি আসে ধাক্কা মারল বাইকে। দুম করে একটা আওয়াজ, দেখলাম বাইকের ডান দিকের কাঁচ ভাঙল। আর আমিও বাইক নিয়ে সোজা লরির তলায়।” আর একটু হলেই বিপদ ঘটত, বললেন কামারহাটির বিধায়ক। লোকজনের চেঁচামেচিতে লরি চালক যদি ভড়কে গিয়ে পালাবার চেষ্টা করত, তাহলে সোজা তাঁর শরীরের ওপর উঠে পড়ত। মদন বললেন, “বেঁচে গেলাম। মৃত্যুর মুখ থেকে ফিরলাম।”

মদন মিত্রের অনুগামীরা বলছেন, তাঁর আঘাত গুরুতর নয়। বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে হাতে ও পায়ে চোট লেগেছে। এখন পাড়ার ক্লাবে বরফ দেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা হয়েছে হাসপাতালে। তাঁর পায়ে ব্যথা রয়েছে বলে জানা গেছে। এক্স-রে করতে দেওয়া হয়েছে। সেই রিপোর্ট এলে বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।

বুলেট চালানোর নেশা মদন মিত্রের বহুদিনের। কলকাতার রাস্তায় এর আগেও বুলেট নিয়ে দেখা গেছে তাঁকে। বিধানসভা ভোটের আগে দেখা গিয়েছিল, বুলেট নিয়ে কামারহাটি দাপিয়ে বেড়াচ্ছেন বিধায়ক। ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে সানগ্লাস পরে বুলেট হাঁকিয়ে বিটি রোড ধরে বহুবার যাতায়াত করেছেন মদন মিত্র। তাঁর অনুগামীরা বলছেন, দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। তবে দাদা আছেন দাদার মতোই।

বড়সড় দুর্ঘটনার থেকে অল্পের জন্য রক্ষা পান প্রবীণ বিধায়ক। দুর্ঘটনা ঘিরে প্রাথমিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিলেও মানসিক জোরেই নির্ধারিত সময়েই ‘পুষ্প প্রদর্শনী’ অনুষ্ঠানে পৌঁছে যান মদন মিত্র।

Previous articleপ্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গৃহবধূ, বাগদায় বাড়িতে চড়াও হয়ে অ্যাসিড হামলা যুবকের
Next articleWest Bengal Weather: ঘুরে দাঁড়াল শীত!জাঁকিয়ে ঠান্ডা বাংলায়, কতদিন চলবে? কী বলছেন আবহবিদেরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here