Lunar Eclipse : কালীঘাট ও তারাপীঠ মন্দিরের প্রবেশদ্বার খুলল চন্দ্রগ্রহণ শেষে! আবার কবে হবে এমন? দেখুন ছবি

0
553

দেশের সময় ওয়েবডেস্কঃ শেষ হল এবছরের মতো ‘শেষ’ চন্দ্রগ্রহণ । বিকেল ৪টে বেজে ৫২ মিনিটে শুরু হয় গ্রহণ, ৫টা ১২ মিনিট পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়। সন্ধে ৬:১৯ মিনিটে শেষ হয় গ্রহণ।

দেশের একাধিক শহরের বাসিন্দারা এই চন্দ্রগ্রহণ দেখার সুযোগ পেয়েছেন আজ। তবে কলকাতার মতো পূর্ণগ্রাস গ্রহণ দেখার সুযোগ পায়নি দিল্লি, মুম্বই কিংবা বেঙ্গালুরুবাসীর। এই শহরগুলি থেকে আংশিক গ্রহণ দেখা গেছে।

মঙ্গলবার বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তা দৃশ্যমান হবে তা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। সন্ধে নামলেই আকাশে দেখা যায় লাল চাঁদ। আর গ্রহণের সময়ে এই প্রথম কালীঘাট(Kalighat Temple) মন্দিরের প্রবেশদ্বার বন্ধ ছিল৷ গ্রহণ চলাকালীন ভক্তরা মন্দিরের বাইরে অপেক্ষা করেন।

অন্যদিকে তারাপীঠ মন্দিরের (Tarapith Temple) গর্ভগৃহ সহ বন্ধ থাকবে মন্দিরের প্রবেশদ্বার, পুজো দেওয়াও এ বিষয়ে মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দির কমিটির তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানোনো হয়েছিল।

শাস্ত্রমতে, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়ে এমনিতেও শুভ কাজ হয় না। পুজোপাঠও বন্ধ থাকে। সেইমতো প্রতি গ্রহণেই তিথি-ক্ষণ মেনে ওই সময়টুকুতে মন্দিরের গর্ভগৃহ বন্ধ রেখে পুজোয় সাময়িক বিরতি দেয় তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। মঙ্গলবার ছিল বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তার গুরুত্ব খানিকটা হলেও পৃথক। তাই এই সময়ের মধ্যে মন্দির ভক্ত ও সেবাইতদের প্রবেশও নিষিদ্ধ করছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। বদলে হবে সন্ধ্যারতির সময়ও। গ্রহণের পর স্নান, শীতল রাজবেশ, আরতি সম্পন্ন হবে। তারপরে দর্শনের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হয় ৷

চাঁদ, সূর্য এবং পৃথিবী যখন এক সরলরেখায় আসে, তখনই গ্রহণ ঘটে। তখন পৃথিবীর ছায়ায় ঢেকে যায় চাঁদ, যার ফলে সূর্যের আলো চাঁদের গায়ে প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসার সুযোগ পায় না। তার কারণেই চাঁদকে দেখতে পান না পৃথিবীবাসী। এই ঘটনাকেই বলে চন্দ্রগ্রহণ।

Previous articleGender Change:‌ প্রেমের টান: ছাত্রীকে বিয়ের জন্য লিঙ্গ পরিবর্তন করলেন রাজস্থানের শিক্ষিকা
Next articleEarthquake Hits Nepal : মধ্যরাতে তীব্র ভূমিকম্পে নেপালে ভেঙে পড়ল বাড়ি, মৃত্যু ৬ জনের ,কম্পন দিল্লিতেও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here