isro: দীপাবলির আগে সাফল্যের রোশনাই, ইতিহাস লিখল ভারত, ৩৬টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর ‘বাহুবলী’!

0
441

দেশের সময় ওয়েবডেস্ক : ভারতীয় স্পেস অঅর্গানাইজেশনের মুকুটে জুড়ল নয়া পালক।ঘড়ির কাঁটায় ঠিক রাত বারোটা বেজে সাত মিনিট। মধ্যরাত, দেশের অর্ধেকের বেশি মানুষ তখন ঘুমে আচ্ছন্ন। সেই সময় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় উত্তেজনায় কাঁপছে দেশের বিজ্ঞানীরা।

গোটা দেশের নজর অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। দীপাবলির উৎসবের আগেই ইতিহাস গড়ল ভারতের মহাকাশ সংস্থা ইসরো। সবথেকে ভারী রকেটে করে একসঙ্গে ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর (ISRO) সবথেকে ভারী রকেট (India’s Heaviest Rocket)!
এই উপগ্রহের নাম LVM3-M2/OneWeb India-1। পাঁচ হাজার সাত’শ ছিয়ানব্বই কেজির পে লোড নিয়ে মহাকাশ পাড়ি দিয়ে ইতিহাস লিখল এই রকেট। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে এই উৎক্ষেপণ সফল হয়েছে। সফল উড়ানে শনি-রবির মধ্যরাতে ইতিহাস লিখল আত্মনির্ভর ভারত।

কী করবে এই রকেট? মহাকাশের খুঁটিনাটি তথ্য পৌঁছে যাবে ইসরোর অন্দরে। ফলে ভবিষ্যতে গবেষণায় ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। এই রকেট দৈর্ঘ্যে সাড়ে ৪৩ মিটার। এর ওজন ৬৪৪ টন। এছাড়াও এই রকেটের লো আর্থ অরবিটে আট টন পর্যন্ত পে-লোড বহন করার ক্ষমতা রয়েছে।

বলা চলে, আত্মনির্ভর ভারতকে প্রতিষ্ঠিত করতে ইসরোর এই অবদান অনস্বীকার্য। মহাকাশ বিজ্ঞানে আমূল পরিবর্তন এনে দেবে এই অভিযান। ইসরো এর আগে একাধিক স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে। তবে এত ভারী রকেট এর আগে নিজেদের ক্ষমতায় উৎক্ষেপণ করেনি ভারত। ‘বাহুবলী’ GSLV Mke3 উৎক্ষেপণের মধ্যে দিয়ে ভারত দেখিয়ে দিল তারা কারওর থেকে কম নয়।

এর আগে একাধিকবার মহাকাশ অভিযানে পাড়ি দেওয়া এবং স্যাটেলাইট লঞ্চ করে থাকলেও, সেই স্যাটেলাইট ছিল হালকা। ভারী স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে ইসরোকে এতদিন ভরসা করতে হত পশ্চিমী দেশগুলির উপর। তবে এবার সকলকে তাক লাগিয়ে দিল ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র। নিজেদের ভারী বাণিজ্যিক রকেটেই উৎক্ষেপণ করা হল স্যাটেলাইট।

Previous articleKali Puja2022: কলকাতার কালীপুজো ঘিরে আজও অটুট টান
Next articleSitrang in West Bengal: এগিয়ে আসছে সিত্রাং, রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিপুল পরিবর্তন! জারি চূড়ান্ত সতর্কতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here