Longest Lunar Eclipse: আগামীকাল শতাব্দীর দীর্ঘতম চন্দ্র গ্রহণ , জ্যোতির্বিজ্ঞানী থেকে সাধারণের আগ্রহ তুঙ্গে

0
1014

পিয়ালী মুখার্জী : শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ  হতে চলেছে এই মাসেই। ৩ ঘণ্টা ২৮ মিনিট চাঁদের কিছু অংশ পৃথিবীর আড়ালে থাকবে। এই গ্রহণ নিয়ে প্রবল উৎসাহ শুরু হয়ে গেছে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানীমহলে। জানা গেছে আগামী কাল ১৯ নভেম্বর এই চন্দ্রগ্রহণ হবে। প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় এই গ্রহণে চাঁদ আংশিক ঢেকে থাকবে।

দীর্ঘ সময় ধরে দেখা যায়নি গত ছয় শতাব্দীতেও। এতটা সময় ধরে আর দেখাও যাবে না এই শতাব্দীতে।সময়ের নিরিখে সেই প্রায় বিরলতম চন্দ্রগ্রহণ হবে শুক্রবার। পূর্ণিমার দিনে। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। দেখা যাবে টানা তিন ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড। চাঁদের রং হবে প্রায় রক্তের মতো লাল। তাই তার নাম ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’ও। এই শতাব্দীতে আর এতটা সময় ধরে খণ্ডগ্রাসের ব্লাড মুন দেখা সম্ভব হবে না।

এটি চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ নয়। এতে আংশিক ঢাকা পড়বে চাঁদ। এই গ্রহণ ভালভাবে দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। এই গ্রহণ চলাকালীন চাঁদের ৯৭ শতাংশ লাল হয়ে থাকবে বলে জানিয়েছেন নাসা্র বিজ্ঞানীরা। ১৯ নভেম্বর আমেরিকার সময় অনুসারে গভীর রাতে এই গ্রহণ শুরু হবে। পৃথিবী, চাঁদ ও সূর্যের মাঝখান দিয়ে অগ্রসর হবে।

নাসা সূত্রের খবর, সেখানের সময় ভোর ৪টে নাগাদ গ্রহণ সবচেয়ে ভাল বোঝা যাবে। শুধু আমেরিকাই নয়, পৃথিবীর নানা প্রান্ত থেকেই এই গ্রহণ বিভিন্ন সময়ে দেখা যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। এছাড়া দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই গ্রহণ দেখতে পাবেন উত্‍সাহী মানুষ। ভারতীয়রা গ্রহণ দেখতে না পারলেও চিন্তা নেই। নাসার ওয়েবসাইটে সরাসরি দেখানো হবে এই চন্দ্রগ্রহণ। আগ্রহীরা চাইলেই সেখানে চোখ রাখতে পারেন। কারণ এই গ্রহণ ভারতীয় সময় দুপুর ১২.৪৮ মিনিট থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪.১৭ মিনিট পর্যন্ত। যেহেতু ওই সময় সূর্যের আলো থাকবে তাই অধিকাংশ সময় জুড়েই গ্রহণ ভারতে অদৃশ্য থাকবে। 

৫৮০ বছরে এটিই দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই সুযোগ আগামী ৬৫০ বছরে আর মিলবে না। তাই এই গ্রহণ নিয়ে বিশ্বের সব দেশে উৎসাহ তুঙ্গে। সংবাদ সমস্থা পিটিআই কে এম পি বিড়লা প্লানেটরিয়ামের অধিকর্তা দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন গ্রহণ শুরু হবে ভারতীয় সময় বেলা ১২.৪৮ মিনিট থেকে বেলা ৪.১৭ মিনিট পর্যন্ত। অর্থাৎ গ্রহণ চলবে ৩ ঘন্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড। তিনি আরও জানান এর আগে ১৪৪০ সালের ২৮শে ফেব্রুয়ারি এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্র গ্রহণ হয়েছিল। ২৬৬৯ সালের ৮ই ফেব্রুয়ারি এত দীর্ঘ গ্রহণ দেখা যেতে পারে। ২.৩৪ মিনিটে এই গ্রহণ সর্বোচ্চ তে পৌঁছাবে, ততক্ষনে ৯৭ শতাংশ চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। আসামের কিছু অংশ অরুণাচল, উত্তর ভারতের কিছু অংশ থেকে এই গ্রহণ শেষের দিকে খুব অল্প সময়ের জন্য।

Previous articleপজিটিভ খবর করলেই বিজ্ঞাপন পাবেন: মধ্যমগ্রামের পর হাওড়ায় সংবাদমাধ্যমকে বললেন মুখ্যমন্ত্রী
Next articleFarm Law: গুরু নানকের জন্মদিনে তিন কৃষি আইন প্রত্যাহার, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বড় ঘোষণা নরেন্দ্র মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here