Lok Sabha Election 2024বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে হামলা! প্রতিবাদে  রাস্তায় বসে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকেরা দেখুন ভিডিও

0
95

অর্পিতা বনিক বাগদা : বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে হামলার অভিযোগে উত্তেজনা ছড়াল বাগদায়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাস্তায় বসে বিক্ষোভ দেখায়।

সোমবার সকালে বাগদায় প্রচারে গিয়েছিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সেখানে একটি মন্দিরে পুজো দেন তিনি। অভিযোগ, সেখান থেকে বেরিয়ে নেতা-কর্মীদের নিয়ে প্রচার শুরুর সময়েই কয়েকজন মদ্যপ মহিলা ও পুরুষ লাঠি-সোঁটা ও অন্যান্য অস্ত্র নিয়ে তাঁদের উপর হামলা  চালায়। দেখুন ভিডিও

বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত গুন্ডাবাহিনী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। লাঠির ঘায়ে দুই মহিলা কর্মীর মাথা ফেটে গেছে। তাঁরা আপাতত বাগদা হাসপাতালে ভর্তি। 

বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। তাঁকে প্রাণে মারার জন্যই এই হামলা করা হয়েছে। পুলিশের মদতেই তৃণমূলের দুষ্কৃতীর এই ধরনের ঘটনার ঘটিয়েছে। 

বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, এদিন যে গন্ডগোল ঘটতে চলেছে, সে খবর তাঁর কাছে রাতেই এসেছিল। তিনি বিষয়টি বাগদা থানার ওসিকেও জানিয়েছিলেন। কিন্তু সবকিছু জেনে পুলিশ এই বিষয়ে কোনও ব্যবস্থা করেনি।

যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শান্তনু ঠাকুর প্রচারে বেরলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়ে ছিল। তাদের অভিযোগ, শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলেন। কিন্তু গত পাঁচ বছরে  তাঁকে এলাকায় দেখাই যেত না। আমফান-করোনা মহামারীর সময়ে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সেই প্রশ্নই তাঁরা বিজেপি নেতাকে করতে গিয়েছিলেন।

উল্টে শান্তনু ঠাকুর বিজেপির গুন্ডাবাহিনী নিয়ে এসে তাদের উপরে হামলা চালিয়েছেন। প্রশাসনের সামনেই মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ বিক্ষুব্ধ গ্রামবাসীদের।

গন্ডগোলের খবর পেতেই পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপির বিক্ষোভে উত্তেজনা রয়েছে বাগদা থানা চত্বরে।

Previous articleLady Truck Driver : ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পাড়ি মহিলা চালকের
Next articlePoetry উত্তর – সত্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here