Lok Sabha Election 2024চালসার চার্চ থেকে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

0
108

দেশের সময় ওয়েবডেস্ক :কোনও প্ররোচনায় পা দেবেন না। শান্তির থেকে বড় কিছু হয় না। কোনও  ঝামেলা-অশান্তিতে জড়াবেন না, উত্তরবঙ্গ থেকে এমনই বার্তা দিলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকে নিশানা করলেন তিনি। পাশাপাশি বঞ্চনার অভিযোগ তুলে আবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পনেরো মিনিটের ঝড়ে তছনছ হয়েছে উত্তরবঙ্গের একাংশ। বিপর্যয়ের দিন রাতেই জলপাইগুড়ি গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে উত্তরবঙ্গেই রয়েছেন।

মঙ্গলবার চালসার চার্চ থেকে নিজের বক্তব্যে তিনি বিপর্যস্ত মানুষের পাশে থাকারই বার্তা দিয়েছেন। মমতার কথায়, আদর্শ আচরণ বিধি মেনেই সব কাজ করা হবে। ঝড়ে ৫০০০ বাড়ির ক্ষতি হয়েছে। প্রশাসন নিয়ম মেনে যা করার তাই করবে। 

এই প্রসঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র। মু্খ্যমন্ত্রীর এও অভিযোগ, যাদের ঘর ভেঙে পড়েছে তাদের নাম ছিল তালিকায়। কিন্তু কেন্দ্র না বাড়ির টাকা দিচ্ছে, না রাস্তার। 
পাহাড়ের উন্নয়নেও কেন্দ্রের বিজেপি সরকারের কোনও ভূমিকা নেই বলে দাবি মমতার।

তবে রাজ্য সরকার পাহাড়ের উন্নয়নে সদা তৎপর বলেই জানান মুখ্যমন্ত্রী। সাধারণের উদ্দেশে তাঁর বার্তা, ভোটের সময়ে কোনও রাজনৈতিক দল অশান্তি ছড়ানোর চেষ্টা করতেই পারে। তাদের যেন কেউ ক্ষমা না করে। মমতার পরামর্শ, কেউ কোনও উস্কানি বা প্ররোচনায় পা দেবেন না। সকলকে একসঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Previous articleWeather update:বুধবার থেকে ‘তাপপ্রবাহ’! কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জ্বালাপোড়া গরম, বিশেষ সতর্কবার্তা হাওয়া অফিসের
Next articleEarthquake in Taiwan৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, ধেয়ে আসছে সুনামি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here