
ভারতের লজিস্টিক ও ওয়ারহাউজ সেক্টরের পরিধি দ্রুতহারে বাড়ছে। বিশেষত সরকারি পলিসি, প্রযুক্তিগত উন্নয়ন, গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে তরতর করে এগিয়ে চলেছে ওয়ারহাউজ সেক্টর।

ভারতের টায়ার ওয়ান বা প্রথম সারির শহরগুলিতে রয়েছে এই সেক্টরের হাব রয়েছে। অন্যান্য শহরেও এই সেক্টরের বাজার ছড়িয়ে পড়ছে। বেড়েছে চাহিদাও। বিশেষ অনলাইননে কেনার প্রবণতা বেড়ে যাওয়া ব্যবসা বিস্তৃত হওয়ার সুযোগ বেড়েছে।
http://siamlogistics.in/
এর পিছনে রয়েছে বিভিন্ন সরকারি উদ্যোগও। যেমন রয়েছে, ‘আর্বান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড’। সেই ফান্ড থেকে বছরে ১০,০০০ কোটি টাকা খরচ করা হয়। ৪৫৯টি টায়ার ২ ও ৫৮০টি টায়ার ৩ শহরের জন্য খরচ করা হয় ওই টাকা।
এছাড়াও রয়েছে ‘ভিশন ৩৬০’-র প্রভাব। ভারতকে ৩০ মিলিয়ন ডলারের অর্থনীতির দেশ করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্যও লজিস্টিক সেক্টরে ইতিবাচক প্রভাব পড়েছে।
উল্লেখ্য, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII) সম্প্রতি ঘোষণা করেছে, ভারতকে বিশ্বের অন্যতম লজিস্টিক হাব হিসেবে তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে বাণিজ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক সুযোগ খুলে যাবে বলে মনে করা হচ্ছে।