LoC-র কাছে ফের পাক ড্রোন হানা! তিনদিনে দ্বিতীয়বার, কী প্ল্যান ইসলামাবাদের?

0
4

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করার কয়েক ঘণ্টার মধ্যেই ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের সীমান্ত। মঙ্গলবার রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা অর্থাৎ LoC-র কাছে অন্তত দু’টি সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গেল। এই ঘটনা নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করে ভারতীয় সেনা। ড্রোনগুলিকে নিষ্ক্রিয় করতে সেগুলিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজৌরি সেক্টরের ডুঙ্গালা
নাবলা এলাকার কাছে একাধিক পাকিস্তানি ড্রোন নজরে আসে। নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত করার সঙ্গে সঙ্গেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে ড্রোনগুলি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন ভারতীয় সেনা জওয়ানরা।

এই ঘটনার ঠিক আগেই সেনাপ্রধান সীমান্তের ওপার থেকে প্ররোচনা দেওয়া এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই এই ড্রোন হানা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে সীমান্ত এলাকায়। বর্তমানে গোটা এলাকায় কড়া নজরদারি চলছে। নিরাপত্তা বাহিনী হাই অ্যালার্ট

রাজৌরি এবং পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত পাঁচটি ড্রোন দেখা গিয়েছিল। রাজৌরি জেলার নওশেরা সেক্টরের গানিয়া-কালসিয়ান গ্রামে ড্রোন নজরে আসতেই কালবিলম্ব না করে গুলিবর্ষণ শুরু করেছিল ভারতীয় সেনা। পাঁচটি ড্রোনই ভারতীয় আকাশসীমায় কিছুক্ষণ চক্করকেটে ফিরে গিয়েছিল পাকিস্তানেকর দিকে।

তিনদিনের মধ্যে দু’বার পাকিস্তানের এই ড্রোন হানায় নিরাপত্তা কর্তাদের অনুমান, কোনও বড় মাপের নাশকতার ছক কষা হচ্ছে। ড্রোন মারফৎ নজরদারির পাশাপাশি মাদক বা অস্ত্রশস্ত্রও পাচার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Previous article‘রেইড করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি ’, আইপ্যাকে  অভিযান নিয়ে ব্যাখ্যা অভিষেকের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here