Little Magazine Fair in Kolkata:লিটিল ম্যাগাজিন মেলায় একাডেমি চত্বরে মানুষের ঢল

0
920

পিয়ালী মুখার্জী,কলকাতা: একাডেমি নন্দন রবীন্দ্রসদন প্রাঙ্গনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুধবার ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে লিটল ম্যাগাজিন মেলা। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও তথ্য ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২৭ শে ফেব্রুয়ারি দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত।

রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত হওয়ার মনে করা হয়েছিল এই বছর মেলা করা যাবেনা। কারণ করোনার জন্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পিছিয়ে দিতে হয়েছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলাও পিছিয়ে গিয়েছে। বুধবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একতারা মঞ্চে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি ব্রাত্য বসু, রাজ্যের তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, মৃদুল দাশগুপ্ত, অনিতা অগ্নিহোত্রী।

এখন সংক্রমণের প্রকোপ কমতেই অনুমতি দেওয়া হয়েছে এই মেলা আয়োজনের। জেলার লিটিল ম্যাগাজিন গুলি কলকাতার মানুষের হাতে পৌঁছে দেওয়া এবং কলকাতার প্রকাশকরাও মুখিয়ে থাকের এই আদান প্রদান। তাই সংশ্লিষ্ট ব্যক্তিরা খুব খুশি এই উদ্যোগে। মানুষজন এই করোনা আবহে আর ঘরবন্দি থাকতে রাজি নয়, তার প্রতিফলন দেখা গেল একাডেমি মেলা প্রাঙ্গনে। বই মেলার আগেই এই মিনি বইমেলায় তাই গ্রাহকদের ভিড়। তারা বই দেখছেন নিজের হাতে ঘেঁটে। বই কিনছেন। সব মিলিয়ে একটা সদর্থক পরিবেশ। এই আনন্দের পরিবেশে গা ভাসিয়েছেন শহর থেকে শহরতলীর সকল মানুষ। মনন চিন্তন ও কল্পনা এখানে মিলে মিশে যেন একাকার। মিল পাওয়া গেলো ট্যাগ লাইনেও “আমার জন্মের কোনো শেষ নেই।”

বামফ্রন্ট সকারের জামানায় এই মেলা প্রথম শুরু করা হয় এই রবীন্দ্রসদন একাডেমি চত্বরেই। মাঝে কিছু সময় স্থান পরিবর্তন করা হলেও গত বছর থেকে আবার পুরোনো জায়গায় ফিরে এসেছে। বেড়েছে এই মেলার বহর। বাড়ানো হয়েছে সাম্মানিক অর্থও।

ছবিগুলি তুলেছেন পিয়ালী মুখার্জী৷
Previous articleBangaon : বনগাঁর ৬ নম্বর ওয়ার্ডে শক্ত লড়াই, তৃণমূলের ভরসা আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস
Next articleELECTION: পুরভোটের শেষ পর্বের প্রচারে বনগাঁয় শতাব্দী, হাবড়ায় জ্যোতিপ্রিয়,অশোকনগরে শ্রাবন্তী, ঝড় তুলল তৃণমূল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here