দেশের সময় মুর্শিদাবাদ : ভারী বর্ষায় নাজেহাল উত্তরবঙ্গ। তবে দক্ষিণে তেমন ভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না। কিন্তু বজ্রপাতের চোখ রাঙানি বিপদ বাড়াচ্ছে জেলায় জেলায়।
বৃহস্পতিবার দুপুরে মুহুর্মুহু বাজের ঝলকানি। তাতেই আহত হল একটি স্কুলের ২০ জনেরও বেশি পড়ুয়া। মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।
এদিন দুপুরে আঁতকে ওঠার মতো দৃশ্য দেখা যায় মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে। স্কুলের ইউনিফর্ম পরা একের পর এক ছেলে মেয়েকে কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে এসে ঢোকেন অভিভাবক, আত্মীয়, এলাকার লোকজন। সেখানেই জানা যায় এই ঘটনার কথা।
এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার একাধিক জায়গায়। সঙ্গে প্রবল বজ্রপাত। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে। সেই গাছেই পড়ে সজোরে বাজ। তাতেই প্রায় ২০ জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়। তবে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।
বুধবার থেকেই বৃষ্টিবৃর পূর্বাভাস ছিল মুর্শিদাবাদ জেলায়। এদিন হালকা বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবারও সেই বৃষ্টি চলে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হয় একাধিক জায়গায়। ডোমকল হাসপাতালচত্বরের সামনেও জল জমে যায়।