Ladakh 5 New Districts:বদলে গেল লাদাখের মানচিত্র,বড় ঘোষণা মোদী সরকারের

0
143
হীয়া রায়, দেশের সময়

নয়া দিল্লি:ফের বড় পদক্ষেপ কেন্দ্রের। বদলানো হল লাদাখের মানচিত্র। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে তৈরি করা হল নতুন পাঁচটি জেলা। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করেন।

পাঁচটি নতুন জেলা পেল লাদাখ। সোমবার বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জ়াংস্কর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাংকে জেলার তকমা দেওয়া হলো।

সোশ্যাল মিডিয়া পোস্টে বড় এই ঘোষণা করে
অমিত শাহ লেখেন, ‘মোদী সরকার লাদাখের বাসিন্দাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পাঁচটি জেলা তৈরির হলে সাধারণ মানুষ দুয়ারে সরকারি পরিষেবা পাবেন।’

অমিত শাহের এই ঘোষণার পরই প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি এক্স হ্যান্ডল পোস্টে লেখেন, ‘আরও উন্নত প্রশাসন এবং লাদাখের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ়াংস্কর, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং-কে এবার জেলা হিসেবে আরও বেশি নজর দেওয়া হবে। সাধারণ মানুষের দুয়ারে সমস্ত সরকারি পরিষেবা আরও সহজভাবে পৌঁছে দেওয়া হবে। লাদাখের মানুষকে অনেক অভিনন্দন জানাই।’

উল্লেখ্য, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পরই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেয় মোদী সরকার। ২০১৯ সাল থেকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে লাদাখ।

লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি সহ একগুচ্ছ দাবিতে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। তিনি বলেন, ‘লাদাখের সাংবিধানিক সুরক্ষা এবং সেখানকার মানুষদের রাজনৈতিক অধিকারের জন্য আমার লড়াই চলবে।’ পাশাপাশি হিমায়লের বাস্তুতন্ত্রের সুরক্ষাও ছিল সোনম ওয়াংচুকের অন্যতম প্রধান দাবি।

সোনম ওয়াংচুকের আরও দাবি, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে আশ্বাস সরকার ২০১৯-২০ সালে দিয়েছিল, তা রাখা হয়নি। পাশাপাশি লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতিও দেওয়া হয়নি। সেখানকার পরিবেশরক্ষার ক্ষেত্রেও কোনও দৃঢ় পদক্ষেপ করেনি কেন্দ্র।’

https://x.com/narendramodi/status/1827961227772911682?t=VYTDssNDnvGlEO23veJqwg&s=19

অধিকার রক্ষায় গত বছর ডিসেম্বরে অমিত শাহের মন্ত্রককে লেহ এপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। সেই স্মারকলিপিতে সমস্যা সমাধানে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কেন্দ্র দাবি না মানলে, অধিকার রক্ষায় প্রয়োজনে অনশনের পেথে হাঁটা হতে পারে বলেও দেওয়া হয়েছিল হুঁশিয়ারি। লাদাখের জন্য দুটি লোকসভা আসনের দাবি করা হয়। কটি কার্গিল এবং অন্যটি লেহ। সেই সঙ্গে দাবি করা হয়েছে লাদাখের মানুষের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করার।

Previous articleRG Kar Nabanna Abhiyan  ‘বডি চাই’ বলছে! পেছনে RSS, CPM’, নবান্ন অভিযানের আগে  ভিডিয়ো প্রকাশ করে তৃণমূলের দাবি
Next articleAbhishek Banerjee Daughter হুমকি! অভিষেকের মেয়েকে কে ধর্ষণে ১০ কোটি পুরস্কার , প্রতিবাদে গর্জে উঠলেন ডেরেক, তৎপর শিশুসুরক্ষা কমিশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here