Kunal Ghosh On CBI :’ সঞ্জয় একাই ধর্ষক না অন্য কেউ ছিল, আগামীকাল কোর্টে বলুক সিবিআই’, মন্তব্য কুণাল ঘোষের: দেখুন ভিডিও

0
153


দেশের সময়, কলকাতা:বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি
তার আগে সিবিআই-এর কাছে একাধিক প্রশ্নের জবাব চাইলেন কুণাল ঘোষ

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের শুনানি৷ এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর কী কী তথ্য দেওয়া উচিত তা নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দেখুন ভিডিও

তাঁর মতে, আরজি কর কাণ্ড নিয়ে সিবিআই-এর একাধিক বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। কোর্টকে জানানো দরকার।

কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক, খুনি নাকি আরও কেউ ছিল? এটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নাকি চক্রের কাজ, অন্য কারণে? তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কী কী? যারা লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে POC, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কী।’তাঁর পোস্টের মাধ্যমে মূলত এই বিষয়গুলোর উত্তর চেয়েছেন কুণাল। 

প্রসঙ্গত, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর তারা কী কী অগ্রগতি করেছে তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলের কর্মী-সমর্থকরা। কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী কী করেছে, তাদের অগ্রগতি কী সেই সম্পর্কে একাধিক মন্তব্য করেছে নেতৃত্ব। মামলার শুনানির আগের দিন সেই প্রশ্নগুলোই আঁর একবার তুললেন কুণাল।

প্রসঙ্গত, মামলাটি আগামিকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ফের উঠবে৷ স্বতঃপ্রণোদিতভাবেই আরজি কর কাণ্ডে হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট৷ এর আগের শুনানিতে পুলিশি তদন্ত নিয়েও একাধিক প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত৷ তদন্ত নিয়েও পুলিশের ভূমিকা সমালোচিত হয়েছিল। 

এদিকে আরজি কর হাসপাতালে মোতায়েন থাকা সিআইএসএফ জওয়ানদের থাকার বিভিন্ন অব্যবস্থার মধ্যে পড়তে হচ্ছে বলে অভিযোগ। তা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছে কেন্দ্রীয় সরকার। আবার সন্দীপ ঘোষের সঙ্গে আরও তিনজন গ্রেফতার হয়েছেন। সেই তথ্যও শীর্ষ আদালতকে শুনানিতে জানাবে সিবিআই। 

Previous articleAadhhar Card News:  ১৪ সেপ্টেম্বর পর্যন্তই শেষ সুযোগ, আধার কার্ডে-র আপডেট না করালে এই সুযোগ হাত ছাড়া হতে পারে
Next articleFashion Time:Editor’s Choice Best Photographer of the Month-Anik Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here