Kunal Ghosh: বাগদায় ‘ধর্ষণের’ প্রতিবাদে আগামীকাল পথে নামছে তৃণমূল

0
863

দেশেরসময় , ওয়েবডেস্কঃ বিএসএফের ভয়ে লুকিয়ে পড়েছিলেন কাঁকরোলের মাচার নীচে। মধ্যরাতে সেখান থেকে টেনে বার করে ধর্ষণ করা হয় বছর তেইশের তরুণীকে! বিএসএফের কমান্ডার পদমর্যাদার এক অফিসারের নির্দেশেই ওই তরুণীকে ধর্ষণ করেছেন বাহিনীর এক কনস্টেবল! বাগদায় ধর্ষণের ঘটনায় এমন চাঞ্চল্যকর তথ্যই জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় শুক্রবার গ্রেফতার হওয়া দুই বিএসএফ-কর্মীকে শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

বাগদায় ‘ধর্ষণ কান্ডের ‘ প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল, রবিবার বাগদায় একটি প্রতিবাদ মিছিল করবে তৃণমূল। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই কথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

প্রসঙ্গত, শুক্রবার বাগদায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনার তীব্র নিন্দা করে এবার প্রতিবাদে সামিল হচ্ছে রাজ্যের শাসক দল। যদিও কুণাল ঘোষ জানান, সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে নয় তৃণমূল কংগ্রেস। বলেন, “বিএসএফ-এর জওয়ান, তাঁদের যে কাজ, তাঁদের সামগ্রিকভাবে অসম্মান করার কোনও উদ্দেশ্য তৃণমূল কংগ্রেসের নেই। তাঁরা তাঁদের দায়িত্ব, তাঁদের কর্তব্য পালন করেন।”

বিএসএফ-এর জওয়ানদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, “দেশের সীমান্তবর্তী এলাকার সাধারণ জনজীবন, এমনকী মহিলাদের সুরক্ষা পর্যন্ত বিপন্ন হচ্ছে।” এর পাশাপাশি বাগদার ওই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। এই নিয়ে কেন কেন্দ্রের থেকে কোনও ক্ষমা চাওয়া হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর এক্তিয়ার বাড়ানোর বিষয়টি নিয়েও এদিন বিকেলে সাংবাদিক বৈঠক থেকে ফের একবার সরব হন কুণাল ঘোষ।

কেন্দ্রীয় সরকারের দিকে আক্রমণের সুর চড়িয়ে কুণাল ঘোষ আরও বলেন, “ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। কেন্দ্র নিচ্ছে না। শীতলকুচিতে মানুষ মারা গেলেন। কী ব্যবস্থা হয়েছে, কী তদন্ত হয়েছে?” তৃণমূল মুখপাত্র বলেন, “ভয়ঙ্কর এই ধর্ষণের ঘটনার প্রতিবাদে কাল আমাদের কর্মসূচি রয়েছে বাগদায়। শীর্ষ নেতৃত্ব একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে সেখানে। আগামিকাল বিকেল তিনটের পর সেখানে একটি রাজনৈতিক কর্মসূচি হবে।”

কুণাল ঘোষ আরও বলেন, “বিএসএফ বিএসএফ-এর মতো থাকবে। বিএসএফ সীমান্ত পাহারা দেবে। তৃণমূল সমর্থন করে। বিএসএফ-এর যাঁরা সীমান্ত পাহারা দেন, সারাদিনের ক্লান্তির পর যদি কোনও বাড়িতে এক গ্লাস জল চান, এই বাংলার কোনও মা, কোনও বোন, সেই জওয়ানকে জল খাওয়াবেন, মিষ্টি খাওয়াবেন, বাতাসা খাওয়াবেন।”

তিনি এই দিন আরও বলেন, “প্রশ্ন আমাদের, এই জন্যই কি সীমা ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করেছেন? বিভিন্ন সময় বিএসএফের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। কেন্দ্রকে সেই সমস্যার কথা জানিয়েছে রাজ্য। এর পরেও এই ঘটনা ঘটল। শিশুর সামনে মা ধর্ষিতা হল।

এখন তারা কোথায়? কেন কেন্দ্রের তরফে একটা ক্ষমা চাওয়া হল না। যেভাবে বিলকিস বানোকে গণধর্ষণ করা হয়েছিল। যদিও ১৫ আগস্ট গণধর্ষণ ও খুনের অভিযোগে সাজাপ্রাপ্তদের মুক্তি দিল। যার জন্য বিলকিস বানোকে গ্রাম ছাড়তে হল।।আবার বলছি রাজ্যের অধিকারে কেন্দ্রের হস্তক্ষেপ এটি। যার কুৎসিত ফল বাগদার ঘটনা।”

Previous articleBagda: বাগদায় তরুণীর গণধর্ষণ কান্ড নিয়ে আসরে তৃণমূল, দুই বিএসএফ-কর্মীকে ৭ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ আদালতের
Next articleDesher Samay E Paper দেশের সময় ই পেপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here