দেশের সময় , কলকাতা: উত্তর কলকাতায় অবস্থিত এক বিখ্যাত পাড়া হল পটুয়াপাড়া যা কুমোরটুলি নামেও খ্যাত। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ও ঘরোয়া পূজোর জন্যই সরবরাহ করা হয় না, অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরেও রপ্তানি করা হয়।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। বাঙালি দেশে বা বিদেশে, পুজোর এই চারটে দিনে সকলেই আনন্দে মেতে ওঠেন ৷
পশ্চিমবঙ্গ ছাড়াও ইউরোপ্ আমেরিকা সহ আরো অনেক দেশে ছড়িয়ে পড়েছে দুর্গা পুজো। তাই বিদেশে দুর্গা প্রতিমার চাহিদা বেড়েছে। আর সেই চাহিদা পূরণ করে আসছে বছরের পর বছর এই কুমোরটুলি ।
সেখানেই রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৃৎ শিল্পী মিন্টু পাল । তিনি দেশে- বিদেশের জন্য বহু ঠাকুর নির্মাণ করেছেন। ২০১৫ সালে দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা নির্মাণ করেছিলেন তিনি। এছারাও সন্তোষ মিত্র স্কোয়ারের সোনার দুর্গার নির্মাতাও তিনি। প্রতি বছরের মতন এ বারেও তার তৈরী ঠাকুর কলকাতার রামদুলাল সরকার স্ট্রিট , নজরুল পার্ক উন্নয়ন সমিতি, বেহালা ত্রি শক্তি সংঘ, ইত্যাদি ক্লাবে যাচ্ছে। এছারাও তার নির্মাণ করা প্রতিমা Europe, America, Japan, Singapore, ইত্যাদি জায়গায় পৌঁছে যাবে।
দেশের সময় এর প্রতিনিধি সৃজিতা কে একান্ত সাক্ষাৎকারে কি বললে ন দেখুন ভিডিও