Konnagar: ধর্ষণের ভিডিও দেখিয়ে ফের ধর্ষণ! সেই ভিডিও ভাইরালও করল অভিযুক্তরা, আটক ৪

0
816

দেশের সময় ওয়েবডেস্কঃ ধর্ষণ করার সময় ভিডিও তুলে রাখা হয়। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, পরে ভিডিওটি ভাইরাল করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। কোন্নগরে এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কোন্নগর চটকল এলাকায়। অভিযোগ, ১ মার্চ এলাকার এক যুবক ওই তরুণীকে ধর্ষণ করে। তার ভিডিও তুলে রাখা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে বাকি অভিযুক্তরাও ধর্ষণ করে। এরপর ভিডিওটি ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবকরা হল পি শিবা রাও,ভি হরিশ,বি বিবেক ও আকাশ জানা। উত্তরপাড়া থানার পুলিশ তাদের আটক করেছে।

ঘটনাটি ঘটেছে কোন্নগর চটকল এলাকায়। অভিযোগ, ১ মার্চ এলাকার এক যুবক ওই তরুণীকে ধর্ষণ করে। তার ভিডিও তুলে রাখা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে বাকি অভিযুক্তরাও ধর্ষণ করে। এরপর ভিডিওটি ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবকরা হল পি শিবা রাও,ভি হরিশ,বি বিবেক ও আকাশ জানা। উত্তরপাড়া থানার পুলিশ তাদের আটক করেছে।

ওই তরুণীর পরিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ, ঘটনার খবর এলাকার কাউন্সিলরের কানে যেতেই তিনি নাকি এবারের মতো যুবকদের ছেড়ে দিতে বলেন।

কাউন্সিলর কে বেবি সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইন আইনের পথেই চলবে। উক্ত ভিডিও এখনও হাতে পায়নি পুলিশ।

Previous articleBGBS 2022 : হাবড়ার বাণিপুরে গড়ে উঠবে অত্যাধুনিক মেডিক্যাল কলেজ, বিজিবিএসে শিক্ষায় ৫ সংস্থার মৌ স্বাক্ষর
Next articleMamata BGBS: ‘আগামী ১০ বছরে বাংলা বহু রাজ্যের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে’, দু’দিনে ৪০ লক্ষ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে, বাণিজ্য সম্মেলনের শেষে আশা মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here